তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।স্বাগতিকদের করা ছয় উইকেটে ১৭৯ রানের স্কোরকে তারা টপকে যায় চার বল আগেই।
কেপ টাউনে, টিস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে প্রথম ওভারে টেম্বা বাভুমাকে হারায় প্রোটিয়ারা।
দ্বিতীয় উইকেটে কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি ৭৭ রান যোগ করেন। ডি কক ৩০ রান করে ক্রিস জর্ডানের বলে আউট হন।
অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক ডু প্লেসি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি।৫৮ রান করে স্যাম কারেনের বলে জর্ডানের হাতে ধরা পড়েন ডু প্লেসি।
অধিনায়কের বিদায়ের পর, রাৎসি ফন ডার ডুসেন ও হেনরিক ক্লাসেনের ব্যাটে লড়াই করার মতো পুঁজি পায় সাউথ আফ্রিকা।
নির্ধারিত ওভারে ছয় উইকেটে ১৭৯ রানে শেষ হয় তাদের ইনিংস। ডুসেন ৩৭ ও ক্লাসে ন২০ রান করেন। ইংল্যান্ডের পক্ষে স্যাম কারেন ২৮ রানে তিন উইকেট নেন।
জবাবে, শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ার-প্লেতে পুরো টপ অর্ডার হারিয়ে ফেলে তারা।
জেসন রয় আউট হন শূন্য রানে। জস বাটলারের ব্যাট থেকে আসে সাত আর ডাউইড মালান করেন ১৯।
সেখান থেকে দলকে সামাল দেন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস। চতুর্থ উইকেটে এই দুইজনের ৮৫ রানের জুটিতে জয়ের পথে থাকে তারা।
৩৭ রান করে আউট হন স্টোকস। কিন্তু বেয়ারস্টো দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৮ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি।
পাঁচ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড। সাউথ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ও জর্জ লিনডে দুটি করে উইকেট নেন।