কাগজে-কলমে টুর্নামেন্টের শুরুতে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ভাবা হচ্ছিল টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল। অথচ প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।
আর প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েছিল ফরচুন বরিশাল। কিন্তু জেমকন খুলনার আরিফুল হকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে মাঠ ছাড়তে হয় হার নিয়ে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ষষ্ঠ ম্যাচে মিরপুরে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। সেখানে রাজশাহীর লক্ষ্য জয়রথে এগিয়ে যাওয়ার। বরিশালের লক্ষ্য, টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেওয়া।
এখনও চোট কাটিয়ে না ওঠায় এই ম্যাচেও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে পাচ্ছে না রাজশাহী। দলের ফর্মে আপাতত সেই মাথাব্যথা থেকে মুক্ত আছেন কোচ সারওয়ার ইমরান।
প্রথম দুটি ম্যাচই ছিল দিনের বেলা। তৃতীয় ম্যাচে এসে প্রথমবার রাতে ম্যাচ খেলবে রাজশাহী। শিশির এবং কুয়াশা মিলে যেটি সমস্যা তৈরি করতে পারে স্পিনারদের জন্য।
রাজশাহী স্পিনার আরাফাত সানির মনোযোগ জয়ের দিকেই। সেই পরিকল্পনাতেই এগোচ্ছেন তারা।
‘রাতের বেলায় যেহেতু খেলা ডিউ একটা ফ্যাক্টর আছে। সুতরাং ঐভাবে প্ল্যান করেই আমরা এগোচ্ছি। যেহেতু দুইটা ম্যাচ জিতেছি, পরের ম্যাচে অবশ্যই ফোকাস থাকবে জয় পাওয়ায়। আমাদের জায়গা থেকে নিজ নিজ জায়গায় সেরাটা দেওয়ার চেষ্টা করব’, বলেন সানি।
তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি রাজশাহীর। তারা মাঠে নামবে উইনিং কম্বিনেশন নিয়েই।
দ্বিতীয় দিনে বিরতির পর শনিবার মাঠে নামতে যাচ্ছে বরিশাল। প্রথম ম্যাচে প্রায় জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া হওয়ায় নিশ্চিতভাবেই পরের ম্যাচে জয়ের লক্ষ্যে থাকবে তারা।
প্রথম ম্যাচে শেষ ওভারে ২২ রান ডিফেন্ড করতে পারেননি মেহেদি হাসান মিরাজ। আরিফুলের কাছে খেয়েছিলেন চার-ছয়। তবে সেটি নিয়ে চিন্তিত নন বরিশাল কোচ সোহেল ইসলাম।
‘মিরাজ দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে। এর চেয়েও কঠিন অবস্থায় বড় হয়েছে। সে মানসিকভাবে এতটা দুর্বল না যে একটা ম্যাচ খেলার পর বাদ পড়বে। তার নিজের বিশ্বাস আছে। আমাদেরও পুরো আস্থা আছে যে সে ভালো করতে পারবে’, বলেন সোহেল।
সোহেলের মতে, স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই জয় পাবেন তারা। তিনি বলেন, ‘ছেলেরা মানসিকভাবে যে অবস্থায় আছে, অথবা আত্মবিশ্বাসটা যে অবস্থায় আছে, আমার মনে হয় যে স্বাভাবিক খেলা খেললে যেকোনো দলকে হারিয়ে দিতে পারি।’
প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা সামান্যই বরিশালের। তারা নামতে পারে আগের ম্যাচের একাদশ নিয়েই।
সম্ভাব্য একাদশমিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, ফরহাদ রেজা, আরাফাত সানি, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি।