বৃষ্টিস্নাত অকল্যান্ডে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি দেখলো চার-ছয়ের ফুলঝুড়ি। বৃষ্টির কারণে ১৬ ওভারে নেমে আসা ম্যাচে ১৭৬ রান তাড়া করে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেয় পাঁচ উইকেট হাতে রেখেই।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টিম সৌদি। এরপর দুই বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। চার ওভার কমিয়ে ইনিংস করা হয় ১৬ ওভারের।
ব্যাট করতে নেমে ঝড়ো সূচনার পর বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। আন্ড্রে ফ্লেচার ও ব্রেনডান কিংয়ের ব্যাটে ১৭ বলে দলীয় ফিফটি পূর্ণ করে তারা। ফ্লেচারের বিদায়ের পর শুরু হয় ধস।
১৪ বলে ৩৪ রান করে লকি ফার্গুসনের বলে বোল্ড হন ফ্লেচার। এরপর এক রানে আরও চার উইকেট হারায় উইন্ডিজ। ৫৮/০ থেকে ৫৯/৫ এ তারা পরিণত হয় মাত্র ১৭ বলে। তিন উইকেট নেন ফার্গুসন, দুটি নেন টিম সাউদি।
সেখান থেকে উইন্ডিজকে টেনে তোলেন কায়রন পোলার্ড। টি-টোয়েন্টি স্পেশালিস্ট এই ব্যাটসম্যান খুনে মেজাজে চড়াও হন ব্ল্যাক ক্যাপ বোলারদের ওপর।
৩৭ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান অধিনায়ক। তার ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৪টি চার।
তাকে যোগ্য সঙ্গে দেন ফাবিয়েন অ্যালেন। ২৬ বলে ৩০ রান আসে তার ব্যাট থেকে। এই দুইজনের ব্যাটে নির্ধারিত ১৬ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১৮০/৭। লকি ফার্গুসন মাত্র ২১ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।
বৃষ্টি আইনের কারণে নিউজিল্যান্ডের লক্ষ্য কমে দাঁড়ায় ১৭৬। সেই লক্ষ্য তাড়ায় নেমে সপ্তাম ওভারের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে ব্ল্যাকক্যাপসরা।
তবে সেখান থেকে ডেভন কনওয়ের সাথে মাত্র ৩৫ বলে ৭৭ রানের জুটি গড়ে তাদের ম্যাচে ফিরিয়ে আনেন জিমি নিশ্যাম। সেখান থেকে বাকি ৩৬ রান নিতে মিচেল স্যান্টনার ও নিশ্যাম নেন মাত্র ১৮ বল। চার বল হাতে রেখেই ১৭৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান করেন নিশ্যাম। ১৮ বলে ৩১ রানে অপরাজিত থাকেন স্যান্টনার। কনওয়ে করেন ৪১। পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন লকি ফার্গুসন।