তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩৭৪/৬।সেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ।
ওপেনিং জুটিতে ১৫৬ রান যোগ করেন তারা। হাফ সেঞ্চুরি পূর্ণ করে আউট হন ওয়ার্নার। ৬৯ রানে তার উইকেট তুলে নেন মোহাম্মদ শামই।
সঙ্গী হারালেও স্মিথকে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক ফিঞ্চ। গড়েন আরও একটি শতরানের জুটি।১১৭ বলে ফিঞ্চ তুলে নেন ক্যারিয়ারের ১৭তম ওডিআই ফিফটি।
১২৪ বলে ১১৪ রান করে জাসপ্রিত বুমরাহর বলে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা।
অধিনায়কের সঙ্গে ১০৮ রানের জুটি গড়া স্মিথ পূর্ণ করেন ফিফটি। টু-ডাউনে নামা মার্কাস স্টয়নিসকে প্রথম বলে ফিরিয়ে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগায় ভারত।স্টয়নিসকে শূন্য রানে আউট করেন ইউজভেন্দ্র চেহেল।
তবে, ডেথ ওভারে গ্লেন ম্যাক্সওয়েল মারমুখী হয়ে উঠলে বড় সংগ্রহের দিকে যেতে থাকে অস্ট্রেলিয়া।১৯ বলে ৩ ছক্কায় ৪৫ রান করে শামির বলে ৪৫ তম ওভারে আউট হন ম্যাক্সওয়েল।
তার পরের ওভারেই নাভদিপ সাইনি দুই রানে ফেরান মারনাস ল্যাবুশেনকে।
শেষ চার ওভারে একাই অস্ট্রেলিয়ার রান বাড়িয়ে নেন স্মিথ। ৬২ বলে পূর্ণ করেন দশম ওডিআই সেঞ্চুরি।
৬৫ বলে ১০৫ রান করে শামির বলে বোল্ড হন তিনি। ততক্ষণে অস্ট্রেলিয়ার রানের পাহাড় নিশ্চিত হয়ে গেছে।নির্ধারিত ওভারে ছয় উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করে স্বাগতিক দল। অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ১২ বলে ১৭ রান করে। এক বলে এক রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স।
ভারতের সব বোলারই খরুচে ছিলেন। শামি ছিলেন সবচেয়ে সফল সফরকারীদের পক্ষে। ৫৯ রানে তিন উইকেট নেন এই পেসার।