প্রথম দিন মাঠে নামেনি গাজী গ্রুপ চট্টগ্রাম। দ্বিতীয় দিনে তাদের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা। সেই ম্যাচে টসে জিতে তাদের অধিনায়ক মোহাম্মদ মিঠুন সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিংয়ের।
প্রথম ম্যাচে শেষ ওভারে গিয়ে হেরেছিলো ঢাকা। দ্বিতীয় ম্যাচে তাদের লক্ষ্য জয়। সেই লক্ষ্যে দলে দুটি পরিবর্তন এনেছে তারা। নাঈম হাসানের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি। ইয়াসির আলি রাব্বির পরিবর্তে খেলছেন শাহাদাত হোসেন দীপু।
দিনের প্রথম ম্যাচে জেমকন খুলনাকে ছয় উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
একাদশ:বেক্সিমকো ঢাকা: নাইম শেখ, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, মুশফিকুর রহিম (অধিনায়ক), আকবর আলি, সাব্বির রহমান, মুক্তার আলি, আবু হায়দার রনি, মেহেদি হাসান রানা, নাসুম আহমেদ, রুবেল হোসেন
গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম