বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শান্তর ব্যাটে রাজশাহীর সহজ জয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ নভেম্বর, ২০২০ ১৭:১১

সংক্ষিপ্ত স্কোর: জেমকন খুলনা ১৪৬/৬, ২০ ওভার (আরিফুল ৪১*, শামিম ৩৫, মুকিদুল ২-৪৪, মেহেদি ১/২৩); মিনিস্টার গ্রুপ রাজশাহী ১৪৭/৪, ১৭.২ ওভার (শান্ত ৫৫, রনি ২৬, রিশাদ ২/৩৪, আল-আমিন ১/১৩)

আগের ম্যাচে জয় পেয়েছিল দুই দল। এই ম্যাচে তাই লক্ষ্য ছিল টানা দুই ম্যাচে জয় নিশ্চিত করা। সেই লক্ষ্যে মিনিস্টার গ্রুপ রাজশাহী পৌছুতে পারলেও, পারেনি জেমকন খুলনা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে খুলনার বিপক্ষে ছয় উইকেটের সহজ জয় তুলে নেয় রাজশাহী। 

টস জিতে ব্যাট করতে নেমে আবারও শুরুতে বিপদে পড়ে খুলনা। দ্বিতীয় ওভারে ইমরুল কায়েসকে হারানোর পর পঞ্চম ওভারে ফিরে যান সাকিব আল হাসান। দশম ওভারে যখন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নেন, খুলনা তখন ৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে। 

সেখান থেকে শামিম পাটোয়ারি ও আগের ম্যাচের নায়ক আরিফুল হকের ৪৯ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় তারা। ২৫ রানে শামিম ফিরে যাওয়ার পর রানের গতি বাড়ান আরিফুল। 

শেষ ২৫ বলে খুলনা তোলে ৪৬ রান। ইনিংস শেষ করে ১৪৬ রানে। আরিফুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩১ বলে ৪১ রানে। 

রাজশাহীর হয়ে দুটি উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ, একটি করে মেহেদি হাসান, এবাদত হোসেন ও আরাফাত সানি। 

জবাবে শুরুতে ওপেনার আনিসুল ইমনকে হারালেও, অধিনায়ক শান্তর ব্যাটে দ্রুত গতিতে এগুচ্ছিল রাজশাহী। শান্ত নিজের ফিফটি তুলে নেন ৩২ বলে। 

৫৫ রানে রিশাদের বলে লেগ বিফোরে যখন ফিরে যান শান্ত, তখন তার দলের প্রয়োজন মাত্র ৬০ রান। সেখান থেকে দলকে নিরাপদে লক্ষ্যে পৌছে দেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ আশরাফুল। 

খুলনার হয়ে দুটি উইকেট নেন রিশাদ, একটি করে উইকেট পান আল-আমিন হোসেন ও শহিদুল ইসলাম।

এ বিভাগের আরো খবর