বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। সেই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
প্রথম ম্যাচে দুই দলই পেয়েছে জয়। দ্বিতীয় ম্যাচেও লক্ষ্যটা তাই-ই। আর সেই লক্ষ্যেই খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বেছে নিয়েছেন আগে ব্যাট করার সুযোগ।
রাজশাহী তাদের দলে কোন পরিবর্তন না আনলেও একটি পরিবর্তন এনেছে খুলনা। পেসার হাসান মাহমুদের বদলে দলে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
দুই দলের একাদশ:
জেমকন খুলনা: আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), জহুরুল ইসলাম, আরিফুল হক, শামিম পাটোয়ারি, রিশাদ হোসেন, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন
মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, ফরহাদ রেজা, আরাফাত সানি, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ