বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনে ছিল দুটো টানটান উত্তেজনার ম্যাচ। দুটি ম্যাচই গড়ায় শেষ ওভারে। এক ম্যাচে শেষ ওভারে নয় রান আটকে নায়ক মেহেদি হাসান। দ্বিতীয়টিতে চার ছক্কায় ২২ রানের লক্ষ্য ছুঁয়ে নায়ক আরিফুল হক।
দ্বিতীয় দিনেও মাঠে নামছেন দুজন। এবার প্রতিপক্ষ হয়ে। দিনের প্রথম ম্যাচে লড়বে তাদের দল জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।
প্রথম ম্যাচে দুই দল পেয়েছে শ্বাসরুদ্ধকর জয়। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস ধরে রাখতে দ্বিতীয় ম্যাচ জিতে পূর্ণ চার পয়েন্ট চায় খুলনা আর রাজশাহী।
প্রথম ম্যাচে মেহেদি হাসানের ব্যাটে-বলে পারফরমেন্স, নুরুল হাসান সোহানের ব্যাট ও গ্লাভস হাতে ফর্ম ছিল রাজশাহীর জন্য ইতিবাচক। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বও নজর কেড়েছে।
কোচ সারওয়ার ইমরানের চিন্তায় থাকবে মিডল অর্ডারের ব্যাটিং। রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদরা তাদের সুযোগ কাজে লাগাতে পারেননি।
খুলনার জন্য চিন্তা তাদের টপ অর্ডার। ফরচুন বরিশালের বিপক্ষে পাওয়ার-প্লেতেই চার উইকেট হারায় তারা। দুই ওপেনার ফেরেন প্রথম ওভারে।
বোলিং নিয়ে আপাতত নিশ্চিন্ত খুলনার কোচ মিজানুর রহমান বাবুল। সাকিব আল হাসান, শহিদুল ইসলাম, শফিউল ইসলামরা নিজেদের কাজ করেছেন ভালোমতোই।
দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে দুই দলই। পরিবর্তন আসার সম্ভাবনা সামান্যই।
সম্ভাব্য একাদশ:
জেমকন খুলনা: ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), জহিরুল ইসলাম, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম
মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, আরাফাত সানি, ফরহাদ রেজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, এবাদত হোসেন।