বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ থেকে যেন শুরু সাকিবের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ নভেম্বর, ২০২০ ১৯:১৮

নিষিদ্ধ হবার আগে শেষবার মাঠে নেমেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। নিজের খেলা শেষ ম্যাচে বার্বেডোস ট্রাইডেন্টসের হয়ে রান করেছিলেন ১৫। বল হাতে রান দিয়েছিলেন ১৮। বুধবারও রান করলেন ১৫। এক উইকেটের জন্য খরচ করলেন ১৮ রান।

ক্রিকেটে ফিরছেন ১৪ মাসেরও বেশি সময় পর। শেষবার খেলেছেন বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজে।

এরপরই ভাগ্যে জোটে এক বছরের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষ হয় ২৯ অক্টোবর। এরপর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। খেলছেন জেমকন খুলনার হয়ে।

ফিরে আসাটা রাঙাতে পারলেন না সাকিব আল হাসান। বল হাতে দিনটা ভালো কাটলেও, ব্যাট হাতে আউট হন ১৫ রানে।

এতে অবশ্য অদ্ভুত এক কাকতাল ঘটে গেছে সাকিবের জন্য। নিষিদ্ধ হবার আগে শেষবার মাঠে নেমেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। নিজের খেলা শেষ ম্যাচে বার্বেডোস ট্রাইডেন্টসের হয়ে রান করেছিলেন ১৫। বল হাতে রান দিয়েছিলেন ১৮।

প্রায় ১৪ মাস পর ফিরে, সাকিব যেন শুরু করলেন সেই শেষ থেকেই।

বোলিংয়ে প্রথম ওভারে রান দিলেন মাত্র তিন। তবে ভাগ্যে জোটেনি উইকেট। সেটা বদলাতে সময় লাগেনি খুব বেশি।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই আফিফ হোসেন ধ্রুবকে নিজের শিকার বানিয়ে টুর্নামেন্টে নিজের প্রথম উইকেট তুলে নেন সাকিব। সাকিবের বলটি তেমন ‘অসম্ভব’ কিছু ছিল না, বরং অন্য কোনো দিন হয়তো আফিফ সেটিকে আছড়ে ফেলতেন গ্যালারিতে।

কিন্তু ব্যাটে-বলে ঠিক করতে পারলেন না এই বাঁহাতি। ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন জহুরুল ইসলাম অমির হাতে।

সাকিবকে ব্যাট হাতে নামতে হয় ইনিংসের চতুর্থ বলেই। এনামুল বিজয় তাসকিন আহমেদের বলে ফিরবার পর ক্রিজে আসেন সাকিব। দীর্ঘদিনের বিরতিতে ছন্দে নেই, সেটি বোঝা যাচ্ছিল শটের মধ্য দিয়ে।

প্রথম চার মারলেন সুমন খানকে। ইনিংসের ষষ্ঠ ওভারে। ফিরলেনও সেই সুমনের বলেই। স্কয়ার লেগের ওপর দিয়ে ঘুরিয়ে মারার চেষ্টা করেছিলেন সাকিব। বাতাসে উঠে যাওয়া বল সহজেই ধরেন আফিফ। অনেকটা প্রতিশোধই আফিফের জন্য। তাকে যে ফিরিয়েছিলেন সাকিব। সাকিবকে তাই ফিরতে হয় ১৫ রানে।

এ বিভাগের আরো খবর