বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৮ নভেম্বর আসছে উইন্ডিজের পর্যবেক্ষক দল

  •    
  • ২৪ নভেম্বর, ২০২০ ১৮:৩৩

সিরিজ হবে ঢাকা ও চট্টগ্রামে। সিরিজে হওয়ার কথা তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি।

জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগেই জানা গিয়েছিল, সিরিজটি হবে দুটি ভেন্যুতে। ভেন্যু দুটি হলো ঢাকা ও চট্টগ্রাম। সিরিজে হওয়ার কথা তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। 

সেই দুই ভেন্যু পর্যবেক্ষণ করতে ২৮ নভেম্বর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের একটি পর্যবেক্ষক দল। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। 

তিনি জানান, একজন দেখবেন স্বাস্থ্যগত বিষয়টি। আরেকজন নিরাপত্তার। পর্যবেক্ষণ করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে তাদের রিপোর্ট জমা দেবেন। 

‘২৮ তারিখ আসছে দুই জন। একজন মেডিকেলের, একজন সিকিউরিটির। ভেন্যু যেগুলো আছে, ঢাকা এবং চট্টগ্রাম, দুটো জায়গাতেই ওরা যাবে। দেখে ওরা ওদের রিপোর্টটা দিবে। কথাবার্তায় আমরা অনেক এগিয়েছি। এই সিরিজটা হওয়ার সম্ভাবনা অনেক ভালো’, বলেন আকরাম। 

সাবেক বাংলাদেশ অধিনায়ক আরও জানান, শীঘ্রই দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। তবে অন্য কোচিং স্টাফদের ফেরার সম্ভাবনা কম বলেও জানান তিনি। 

বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সেখানে পাঁচ দল মিলিয়ে খেলছেন ৮০ জন দেশীয় খেলোয়াড়। এরকম টুর্নামেন্ট সামনে আরও করার চেষ্টা বিসিবি করবে বলেও জানান আকরাম। 

‘বিপিএলকে আরও স্ট্রং করার জন্য, ওদের স্ট্যান্ডার্ড আরও বেটার করার জন্য, আমরা লোকাল প্লেয়ার নিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার চিন্তাভাবনা আছে’, বলেন তিনি।

এ বিভাগের আরো খবর