সময়ের হিসাবে ১৪ মাস দুই দিন। আন্তর্জাতিক ম্যাচের হিসাবে ১৫টি। ভক্তদের কাছে ‘অনন্তকাল’।সাকিব আল হাসান এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অনুমতি পেয়েছেন ২৯ অক্টোবর ঠিকই। কিন্তু ক্রিকেট খেলতে নামছেন তার এক মাস পর।
সাকিবের ফেরার কথা ছিল আরও আগে। কিন্তু দুই বোর্ডের মতবিরোধে অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া শ্রীলংকা সিরিজ বাতিল হলে আবারও বাড়ে অপেক্ষা।
এর মধ্যে সাকিব অবশ্য ব্যস্ত ছিলেন বেশ। নিজেকে প্রস্তুত করেছেন ক্রিকেটের জন্য।বিকেএসপিতে চার সপ্তাহের ব্যক্তিগত অনুশীলনে কাজ করেছেন দেশসেরা দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য বিসিবির প্রস্তুতিমূলক বিপ টেস্টে স্কোর ভাল করেছেন। যদিও তার স্কোর নিয়ে তৈরি হয় বিতর্ক।
সাকিব ব্যস্ত থাকবেন আর বিতর্ক থাকবে না! তেমনটা হয়তো কখনোই হওয়ার নয়। তাই দেশে ফিরে আবার সংবাদের শিরোনামে সাকিব। পুরোনো দিনের মতো সেগুলোর অধিকাংশই ভুল কারণে।
আশার কথা সাকিব সাম্প্রতিক এক বার্তায় জানান সব ধরনের বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং মাঠের খেলায় মনোযোগ বাড়াবেন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চাওয়াও সেটি।
টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব অন্য ফরম্যাটগুলোর মতোই বিশ্বসেরাদের একজন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছেন তিনি।
এই ফরম্যাটে তার রেকর্ডটাও দারুণ। ৩০৮ ম্যাচে ৪,৯৭০ রানের পাশাপাশি ৩৫৪ উইকেট।
টুর্নামেন্টে সাকিব খেলছেন জেমকন খুলনার হয়ে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সাকিবের অধিনায়ক মাহমুদুল্লাহ এরই মধ্যে সবাইকে জানিয়েছেন, এই ক'দিনে সাকিবকে দেখে ‘মরচে ধরা মনে হয়নি’।
সাকিব যে দলের বিপক্ষে নামবেন, সেই ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তো ঘোষণা দিয়েই দিয়েছেন, সাকিবকে ‘ইমপ্যাক্ট’ ফেলতে দেবেন না মাঠে।
মঙ্গলবার খেলা চার দলের। দুই ম্যাচে মাঠে নামছেন ৪৪ ক্রিকেটার। কিন্তু ঘুরেফিরে বারবার আলোচনায় একজনেরই নাম।মাঠে দর্শক ঢুকতে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মাঠে দর্শক থাকলে সবার চেয়ে জোর অভিবাদন পেতেন কোন ক্রিকেটার, সেটা সহজেই অনুমেয়।
সাকিবের ব্যাপারটাই এমন। মাঠে থাকেন বা মাঠের বাইরে, লাইমলাইট সবসময়ই তার দিকে। রেকর্ড বই বলছে, প্রত্যাশার চাপে সেরাটা বের হয় এই অলরাউন্ডারের ঝোলা থেকে।বিতর্ক, প্রস্তুতি, অপেক্ষার শেষে প্রত্যাশার চাপ সব মিলিয়ে শের-ই-বাংলার মঞ্চ প্রস্তুত সাকিবের জন্য। প্রস্তুত ১৬ কোটি ক্রিকেট ফ্যানও।