এক বছরের নিষেধাজ্ঞা থেকে সাকিব আল হাসান ফিরেছেন ২৯ অক্টোবর। ক্রিকেটে ফিরছেন মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। সাকিব খেলবেন জেমকন খুলনার হয়ে।
ফেরার ম্যাচে সাকিবের প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। সেই কৈশোর থেকেই বন্ধু সাকিব-তামিম। একজন আরেকজনকে চেনেন খুব ভালোমতো।
তামিম ভালো করেই জানেন, ম্যাচে কী রকম প্রভাব রাখতে পারেন সাকিব। এজন্যই প্রথম ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারকে দমিয়ে রাখার চেষ্টা করবেন বরিশালের অধিনায়ক।
'চেষ্টা করব যেন ও কম ইমপ্যাক্ট ফেলতে পারে। দিনশেষে আমি খুশি যে ফিরছে। আমি নিশ্চিত সে কাল (মঙ্গলবার) থেকেই দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠবে', বলেন তামিম।
তামিম বিশ্বাস করেন মঙ্গলবার সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট - উভয়ের জন্যই একটি বড় দিন। তিনি বলেন, 'নিশ্চিতভাবেই ওর (সাকিব) জন্য অনেক বড় দিন। কারণ প্রায় এক বছর পর মাঠে ফিরছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপুর্ণ দিন। কারণ ওর সামর্থ্যের মত খেলোয়াড় ফেরত আসছে।'
মঙ্গলবার বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে তামিমের বরিশাল ও সাকিবের খুলনা।