সাব্বির রহমান জাতীয় দলে এসেছিলেন লোয়ার অর্ডারে বিগ হিটার হিসেবে। পরবর্তীতে সাবেক কোচ চণ্ডিকা হাতুড়ুসিংহে তাকে উঠিয়ে আনেন তিন নম্বরে। এরপর থেকে সাব্বির বিভিন্ন দলের হয়ে বিভিন্ন পজিশনে। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ওপেন করতে নেমে পেয়েছিলেন ফিফটি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাব্বিরকে দলে ভিড়িয়েছে বেক্সিমকো ঢাকা। রোববার সাব্বির জানালেন, দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে রাজি তিনি।
‘টিম যেখানে চাইবে আমাকে, ওপেন করতে বা ওয়ান ডাউনে, সাতে বা ছয়ে দল যেখানে দরকার, সেখানে ব্যাটিং করতে রাজি আমি’, বলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
নিজের জন্মদিনে গণমাধ্যমের সাথে কথা বলার সময় সাব্বির জানান খেলোয়াড়রা সবাই এই টুর্নামেন্টের অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘যারা বিপিএল বা প্রিমিয়ার লিগ খেলি, যারা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট খেলি, সবার জন্যেই এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা জাতীয় দলে নেই, ওদের জন্য কামব্যাক করার একটা বড় সুযোগ।’
টুর্নামেন্টে দলের হয়ে সেরাটা দিতে চান সাব্বির। জানান, এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে রাজশাহীতে ২০-২৫ দিন সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছেন তিনি।
‘পরিশ্রমের কোনো বিকল্প নেই। সারাদিন ব্যাট করলে আমি রান করতে পারব। তার কোন বিকল্প নেই। আমি চেষ্টা করেছি যতদিন আমি রাজশাহী ছিলাম, ২০ দিন বা ২৫ দিন আমি ভালো প্র্যাকটিস করেছি। সেন্টার উইকেটে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলাম। যেটা ব্যাটিংয়ে দরকার, আমি করতে চেষ্টা করেছি। এই টুর্নামেন্টকে ঘিরে অনুশীলণ করেছি।’, বলেন রাজশাহীর এই ক্রিকেটার।