প্রেসিডেন্টস কাপে পাঁচ ম্যাচে ২১৪ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ছিলেন ইরফান শুক্কুর। জাতীয় দলে খেলার লক্ষ্য থাকলেও, আপাতত টি-টোয়েন্টি টুর্নামেন্টেই মনোযোগ দিচ্ছেন ইরফান।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ইরফান জানান পরিশ্রম ও পরিশ্রমের পর, বাকি সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের হাতে।
‘সব ক্রিকেটারের লক্ষ্য থাকে জাতীয় দলে দীর্ঘদিন খেলা। আমার পরিকল্পনা হচ্ছে টি-টোয়েন্টি কাপে মনোযোগ দেওয়া। ধাপে ধাপে আগানো। আমার হাতে আছে পরিশ্রম আর পারফরম্যান্স। সামনে যদি সুযোগ আসে সেটা টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের ওপর ছেড়ে দিচ্ছি’, শুক্রবার এক ভিডিও বার্তায় বলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ফরচুন বরিশালের দলের সবাই ছন্দে আছে মনে করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। জানান, লক্ষ্য থাকবে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়া।
‘টিমটা ভারসম্যপূর্ণ হয়েছে। সিনিয়র-জুনিয়র মিলিয়ে একটা টিম। ভারসাম্যপূর্ণ দল বলছি কারণ যদি দেখেন টিমের সবাই রেগুলার পারফরমার আর প্রেসিডেন্টস কাপে যারা পারফর্ম করছে তাদের নিয়ে গড়া হয়েছে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া’, বলেন ইরফান।