এর আগে বাংলাদেশের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এসএ গেমস ও ইমার্জিং এশিয়া কাপে। করোনাভাইরাস প্রকোপের পর ক্রিকেট ফিরিয়ে আনা প্রেসিডেন্টস কাপেও ছিলেন তিন দলের একটির অধিনায়ক।
সেই ধারায়ই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়কের দায়িত্বও পেলেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
রাজশাহী দলে আছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, অভিজ্ঞ ক্রিকেটার ফরহাদ রেজা ও রকিবুল হাসান। তবে শান্তর ওপরই ভরসা রাখছে রাজশাহী।
জার্সি উন্মোচন ও অধিনায়কের নাম ঘোষণার জন্য বৃহস্পতিবার নিজেদের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারী মিনিস্টার গ্রুপ। অনুষ্ঠানে ক্রিকেটার, প্রধান কোচের সঙ্গে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহী ও মিনিস্টার মাইওয়ানের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
শান্তকে অধিনায়ক নির্বাচন করার কারণ হিসেবে তিনি বলেন, 'দলের সিনিয়র ক্রিকেটারদের থেকে এমনিতেই সাহায্য পাবেন শান্ত। আশরাফুলরা নিশ্চয়ই শান্তকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সাহায্য করবেন। কিন্তু শান্ত খেলার মধ্যে থাকায় এবং বিসিবি প্রেসিডেন্টস কাপে অধিনায়কত্ব করায় তাকে আমরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছি।'
অধিনায়কত্ব পেয়ে টিম ম্যানজমেন্টকে ধন্যবাদ জানিয়ে শান্ত বলেন, ‘টিম ম্যানেজম্যান্ট আমাকে এই সুযোগটা করে দিয়েছে, অবশ্যই আমি কৃতজ্ঞ। আর অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আমার জন্য সুবিধা হবে। অনেক সময় অনেক পরিস্থিতি আসে অভিজ্ঞরা তখন একটা আইডিয়া দিলে কাজটা সহজ হয়ে যায়। যেটা আমার দলে আছে। প্রেসিডেন্টস কাপে অধিনায়কত্ব করার কারণেও একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। সুতরাং আশা করি একটা ভালো টুর্নামেন্ট করতে পারব।’
এর আগে প্রেসিডেন্টস কাপেও শান্তর দলে ছিলেন মুশফিকুর রহিম। সুতরাং, অভিজ্ঞ খেলোয়াড়দের অধিনায়কত্ব করানোর ব্যাপারটি নতুন নয় তার জন্য।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে আগামী ২৪ নভেম্বর। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।