করোনার সময়ে বাংলাদেশ হারিয়েছে অন্তত চারটি সিরিজ। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম এবং শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে পারেনি টাইগাররা। পাকিস্তানের বিপক্ষেও খেলতে পারেনি পূর্ণাঙ্গ সিরিজ।
স্থগিত এবং বাকি থাকা সিরিজ গুলো আবারও মাঠে গড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাতিল বা স্থগিত হয়ে যাওয়া ম্যাচ ও সিরিজগুলোর মধ্যে কোনগুলো আবার নতুন সূচিতে খেলা যায় সেই সম্ভাব্যতা যাচাই করছে বোর্ড, এমনটা নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী।
করোনা বিরতির ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি সিরিজ আয়োজনের চেষ্টা নেই বিসিবির জানিয়ে তিনি বলেন, 'যেটা চেষ্টা রয়েছে সেটা হল যে সিরিজগুলো স্থগিত হয়ে গেছে সেগুলো নিয়ে কাজ করা। এই ব্যাপারে ওই বোর্ডগুলোর সঙ্গে আমাদের ক্রিকেট অপরাশেন্স যোগাযোগ রাখছে। এর মধ্যে কোনগুলো আবার খেলা যায় সেটার ব্যাপারে কাজ করছি।'
বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজ বাতিল করে শ্রীলংকা। দুই দেশের বোর্ডের মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে সমঝোতা না হওয়ায় স্থগিত হয়ে যায় টাইগারদের সফর। তবে, বাংলাদেশকে যেই শর্ত দিয়েছিল শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি), একই শর্ত তারা ইংল্যান্ডের ক্ষেত্রে রাখেনি।
বিসিবি অবশ্য বিষয়টিকে দ্বিমুখী আচরণ হিসেবে দেখতে রাজি নয়। নিজামুদ্দিন বলেন,' আমরা যখন যেতে চেয়েছিলাম তার চেয়ে হয়তো কোভিড পরিস্থিতি ভালো হয়েছে। বা তাদের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। তার প্রেক্ষিতেই হয়তো ইংল্যান্ডকে হোস্ট করতে প্ল্যান করছে। আমরা যখন যেতে চেয়েছিলাম, তখন তাদের (এসএলসি) সর্বোচ্চ চেষ্টাই ছিল। কিছু কারণে হয়তো তারা সরকারকে বোঝাতে পারেনি। এখন হয়তো সিচুয়েশন তাদের পক্ষে থাকায় তারা করতে পারেছে।'