আগের দুই ম্যাচে দলকে এনে দিয়েছিলেন ঝড়ো শুরু। তামিম ইকবাল সেটি আর ফাইনালে পারলেন না। আর তাতেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে তামিম ইকবালের দল লাহোর কালান্দারসকে খোয়াতে হলো শিরোপা।
লাহোর কালান্দারসকে পাঁচ উইকেটে হারিয়ে পিএসএলের এবারের আসরের শিরোপা জিতে নিল করাচি কিংস। ফাইনালে দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন তামিম।
তামিম ও ফখর জামান মিলে লাহোরকে ৬৮ রানের ওপেনিং জুটি এনে দিলেও তাতে ছিলো না আগ্রাসন। কঠিন পিচে ব্যাট করতে নেমে স্ট্রাইক রেট বাড়াতে সমস্যায় পড়েন দুজনই। ৩৫ রান করতে তামিম খরচ করে ফেলেন ৩৮ বল।
লাহোরের আর কোন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারায় তারা থামে ১৩৪ রানে। ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে করাচির ব্যাটসম্যানরাও ভুগেছেন অসম বাউন্সের পিচে।
বাবর আজমের ৪৯ বলে ৬৩ রানের ইনিংসে তেমন বিপদে পড়তে হয়নি করাচিকে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন করেই ফেরেন বাবর।
পিএসএলে তামিম এবার ম্যাচ খেলেছেন তিনটি। সেই তিন ম্যাচে ৬৮ বলে রান করেছেন ৮৩। গড় ছিল ২৭.৬৭ ও স্ট্রাইক রেট ১২২.০৬। মেরেছেন ১১টি চার ও দুটি ছয়।
পিএসএল শেষ করে দেশে ফিরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যোগ দেবেন তামিম। সেখানে তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে।