বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত তিন দলের প্রেসিডেন্টস কাপের ফাইনালে পাঁচ উইকেট শিকার করে সবার নজর কেড়েছিলেন পেসার সুমন খান।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে দলে টেনেছে ফরচুন বরিশাল। নতুন দলের হয়ে সুমনের লক্ষ্য টুর্নামেন্টের ফাইনাল খেলা।
‘দুই-তিন বছর পর একটা বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসেছে। আমি অনেক এক্সাইটেড এখানে খেলার জন্য। বরিশালের সাথে নতুনভাবে যুক্ত হয়েছি। আমার সেরাটা দিয়ে চেষ্টা করব যেন দল জিততে পারে, ফাইনালে যেতে পারে। ফাইনাল খেলার ইচ্ছা আছে। আশা করি নিজের সেরাটা দিয়ে টিমকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারব’, বলেন এই তরুণ পেসার।
প্রেসিডেন্টস কাপের সাফল্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও ধরে রাখতে চান উল্লেখ করে সুমন নিউজবাংলাকে বলেন, ‘লাস্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো হয়েছে। আমি আরও আশাবাদী যে টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিজেকে আরো উজার করে দেব। পারফরম্যান্সটা আরও ভালো করার চেস্টা করব।’
সুমন ছাড়াও বরিশাল দলে অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবাল, আছেন আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজরা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে ২৪ নভেম্বর, শেষ হবে ১৮ ডিসেম্বর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই বরিশাল মুখোমুখি হচ্ছে সাকিবের জেমকন খুলনার।