অক্টোবরের শেষ সপ্তাহে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলংকা যাওয়ার কথা ছিলো বাংলাদেশ জাতীয় দলের। সে সময় শ্রীলংকা ক্রিকেট জানায়, সেখানে গিয়ে টাইগারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। পাওয়া যাবে না অনুশীলনের সুযোগও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেটিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সফরটি স্থগিত হয়ে যায় দ্বিতীয়বারের মত।
সেই কোয়ারেন্টিনের নিয়ম মানতে হচ্ছে না ইংল্যান্ডকে। মার্চে এক টেস্টের পর স্থগিত হওয়া তিন ম্যাচ সিরিজের বাকি দুই টেস্ট খেলতে জানুয়ারিতে শ্রীলংকা যাচ্ছে ইংল্যান্ড।
শ্রীলংকায় পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না ইংলিশদের।
খেলা দুটি হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে, বায়ো বাবলের বলয়ের মধ্যে। শ্রীলংকা আসার আগে নিজ দেশেই ১৪ দিন কোয়ারেন্টিন করবে ইংল্যান্ড দল।
‘ইংল্যান্ড আনুমানিক ৩ জানুয়ারি কলম্বো পৌঁছাবে এবং ১১ দিনের মত সময় পাবে প্রথম টেস্টের আগে। যেটি খেলা হবে ১৪-১৮ জানুয়ারি। দ্বিতীয় টেস্টটি হবে ২৩-২৭ জানুয়ারি’, নিশ্চিত করেছেন শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা।