বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিব-রিয়াদকে একসাথে পাবে ভাবেনি খুলনা

  •    
  • ১২ নভেম্বর, ২০২০ ১৯:২৫

জেমকন খুলনা ড্রাফটে একই সঙ্গে পেয়েছে এ গ্রেডের দু’জন খেলোয়াড়। প্রথম ডাকে সাকিব আল হাসানকে নেয় তারা। নিজেদের প্রথম ডাকে কোন দলই মাহমুদুল্লাহ রিয়াদকে না নেওয়ায় খুলনা তাদের দ্বিতীয় ডাকে নিয়ে নেয় বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে নভেম্বরের শেষে। পাঁচ দলের নাম ও স্পন্সর ঘোষণা করা হয়েছিল আগেই। বৃহস্পতিবার প্লেয়ারস ড্রাফটের মধ্য দিয়ে নিশ্চিত হয় পাঁচ দলের স্কোয়াডও।

জেমকন খুলনা ড্রাফটে একই সঙ্গে পেয়েছে এ গ্রেডের দু’জন খেলোয়াড়। প্রথম ডাকে সাকিব আল হাসানকে নেয় তারা। নিজেদের প্রথম ডাকে কোন দলই মাহমুদুল্লাহ রিয়াদকে না নেওয়ায় খুলনা তাদের দ্বিতীয় ডাকে নিয়ে নেয় বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে।

সাকিব ও মাহমুদুল্লাহ দুজনকেই দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত জেমকন খুলনার ডিরেক্টর কাজী এনাম।

তিনি বলেন, ‘ভাবতেও পারেননি যে মাহমুদুল্লাহকে প্রথম ডাকে নেবে না কোন দল।

‘আমরা যদি ঘরোয়া টুর্নামেন্ট দেখি সাকিব বা রিয়াদ এরকম টপ দুইটা প্লেয়ার একই ক্যাটাগরি বা একই দলে পাবেন না। আমরা আশাই করিনি যে মাহমুদউল্লাহ রিয়াদকে আরেকটা দল পিক করবে না তাদের প্রথম চয়েজে’

খুলনা বিভাগের মাগুরার ছেলে সাকিব। তাকে খুলনা দলে পেয়ে আনন্দিত কাজী এনাম।

তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে প্রথমত আমরা সাকিব আল হাসানকে পেয়েছি, সে খুলনার ছেলে। সাকিব অনেকদিন পর আবার খুলনার দলে ফিরে এসেছে এবং খুলনার হয়ে খেলবে। আর মাহমুদউল্লাহ রিয়াদ, আমাদের যে স্পন্সর প্রতিষ্ঠান জেমকন গ্রুপ এটা বিপিএলে খুলনা টাইটান্সের স্পন্সর প্রতিষ্ঠান, রিয়াদ আমাদের খুলনা টাইটান্সে সব সময় ছিল, রিয়াদও আবার (আছে)। ঘরের ছেলে দুজনেই আবার ঘরে ফিরেছে।'

এনাম জানান, খুলনার দল হিসেবে খুলনার স্থানীয় খেলোয়াড়দের নেওয়ার ইচ্ছা ছিলো তাদের। সাকিবের পাশাপাশি এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও আল-আমিন হোসেনকে নিয়ে তাই খুশি জেমকন খুলনা।

‘আমাদের একটা ইচ্ছে ছিল যেহেতু আমরা খুলনার দল, খুলনার কিছু প্লেয়ার নিব। সেখানে আমরা সাকিব, বিজয়, ইমরুল ও আল আমিনকে পেয়েছি। এটা আমাদের জন্য আনন্দের যে, খুলনার ছেলেদের আমরা খুলনার দলে পেয়েছি। যেটা আগে পেয়ে থাকিনি, সুতরাং আমরা খুবই খুশি, খুবই অভিজ্ঞ দল’, বলেন খুলনা জেমকনের ডিরেক্টর।

দল নিয়ে সন্তুষ্ট খুলনা। এনাম বলেন, ‘সবমিলিয়ে আমরা দল নিয়ে খুব খুশি। আমাদের বেশ অভিজ্ঞ একটা দল হয়েছে। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ সবমিলিয়ে সবাই হয় জাতীয় দলের খেলোয়াড় কিংবা যারা জাতীয় দলে আসছে। আর কিছু তরুণ প্লেয়ার যেমন শামীম পাটোয়ারি। সুতরাং এটা আমাদের জন্য খুবই এক্সাইটিং।’

দল নির্ধারণ হয়ে গেলেও এখনও ঘোষণা করা হয়নি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি শুরু হবার তারিখ। তবে বিসিবি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হতে পারে ২২ বা ২৩ নভেম্বর।

এ বিভাগের আরো খবর