নভেম্বরের শেষার্ধে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও চার টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারত। ভারতের বিপক্ষে সেই চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য টিম পেইনকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, যেখানে আছেন পাঁচ নতুন মুখ।
সেই পাঁচ জন হলেন উইল পুকাভস্কি, ক্যামেরন গ্রিন, মিচেল সোয়েপসন, শন অ্যাবট ও মাইকেল নেসের। প্রথম দুজন ব্যাটসম্যান, সোয়েপসন লেগ স্পিনার এবং বাকি দুজন পেস বোলিং অলরাউন্ডার।
পাঁচ জনের মধ্যে গ্রিন ও অ্যাবটের জন্য এটি অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডে প্রথম সুযোগ। বাকিরা স্কোয়াডে সুযোগ পেলেও এখনও অপেক্ষায় ‘ব্যাগি গ্রিন’ পরার। পাঁচ জনই সুযোগ পেয়েছেন শেফিল্ড শিল্ডে দারুণ পারফরম্যান্স করে।
পুকাভস্কি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৪ ইনিংসে ৫৫.৪৮ গড়ে করেছেন ১ হাজার ৭২০ রান, করেছেন ছয়টি শতক ও পাঁচটি অর্ধশতক। এবারের শেফিল্ড শিল্ডে টানা দুই দ্বিশতক করার পুরস্কার হিসেবেই এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান জায়গা পেলেন দলে। ডেভিড ওয়ার্নারের সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংস উদ্বোধন করার জন্য পুকাভস্কির লড়াই করতে হবে ফর্ম হারিয়ে খুঁজতে থাকা জো বার্নসের সঙ্গে।
গ্রিন তার প্রথম শ্রেণির ৩০ ইনিংসে রান করেছেন ১১৯৬, ৪৯.৮৩ গড়ে। গ্রিনকে অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্রেগ চ্যাপেল আখ্যায়িত করেছিলেন রিকি পন্টিংয়ের পর সেরা অস্ট্রেলিয়ান ব্যাটিং প্রতিভা হিসেবে। সাম্প্রতিক সময়ে শেফিল্ড শিল্ডে ১৯৭ রানের একটি ইনিংস খেলেছিলেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।
সোয়েপসনকে নেয়া হয়েছে স্পিনার নাথান লায়নের ব্যাকআপ হিসেবে। এবারের শেফিল্ড শিল্ডে মাত্র তিন ম্যাচেই ২৩ উইকেট নিয়েছেন এই স্পিনার।
অন্যদিকে অ্যাবট ও নেসের বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ কার্যকর। দুজনেরই আছে প্রথম শ্রেণিতে সেঞ্চুরি।
টিম পেইনের ডেপুটি হিসেবে এই সিরিজে থাকছেন প্যাট কামিন্স। পূর্বে কামিন্সের পাশাপাশি ট্রাভিস হেডের কাঁধে এই দায়িত্ব থাকলেও আপাতত তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে সেখান থেকে।
টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের জন্যও শক্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। টেস্ট দলের নয় জন আছেন সেই তিন দিনের ম্যাচের দলে। আছেন অধিনায়ক টিম পেইনও।
ভারতের বিপক্ষে ১৭ সদস্যের অস্ট্রেলিয়া দল
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লায়ন, ট্রাভিস হেড, জো বার্নস, ক্যামেরন গ্রিন, উইল পুকাভস্কি, মাইকেল নেসের, মিচেল সোয়েপসন, শন অ্যাবট, মার্নাস ল্যাবুশেন, ম্যাথু ওয়েড ও জেমস প্যাটিনসন।