আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০ এর ড্রাফট বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে। সেখানে এ গ্রেডের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে চমক দেখিয়েছে জেমকন খুলনা।
এ গ্রেডের বাকি দুই ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান খেলবেন যথাক্রমে বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল ও গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে।
ড্রাফটের প্রথম রাউন্ডে প্রথম ডাকের সুযোগ পেয়ে মুশফিককে দলে ভেড়ায় বেক্সিমকো ঢাকা। খুলনা ভেড়ায় সাকিবকে, বরিশাল তামিমকে ও চট্টগ্রাম মুস্তাফিজকে। তবে প্রথম রাউন্ডে এ গ্রেডের কোন ক্রিকেটার নেয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী। তারা নিজেদের প্রথম ডাকে দলে নেয় বি গ্রেডে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।
দ্বিতীয় রাউন্ডে জেমকন খুলনা দলে ভেড়ায় মাহমুদুল্লাহ রিয়াদকে। নিজেদের দ্বিতীয় ডাকে লিটন দাসকে নেয় চট্টগ্রাম, রুবেল হোসেনকে নেয় ঢাকা, আফিফ হোসেনকে নেয় বরিশাল ও শেখ মেহেদি হাসানকে নেয় রাজশাহী।
এছাড়াও বেক্সিমকো ঢাকা দলে ভিড়িয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, ওপেনার নাইম শেখ, স্পিনার নাঈম হাসান, ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু ও উইকেটরক্ষক আকবর আলিকে।
সাকিব ও মাহমুদুল্লাহ এর পাশাপাশি জেমকন খুলনা দলে নিয়েছে ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামিম হোসেন ও আরিফুল হককে।
নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি ও এবাদত হোসেন চৌধুরিকে দলে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
লিটন ও মুস্তাফিজের সাথে মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
ফরচুন বরিশাল তামিম ও আফিফের পাশাপাশি দলে নিয়েছে তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয় ও তানভির ইসলামকে।
এ গ্রেডের খেলোয়াড়দের মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা করে। বি গ্রেড, সি গ্রেড ও ডি গ্রেডের যথাক্রমে ১০, ছয় ও চার লাখ করে।
ড্রাফটে সর্বোচ্চ এক কোটি ১৪ লাখ টাকা খরচ করেছে জেমকম খুলনা। দ্বিতীয় সর্বোচ্চ এক কোটি ১৩ লাখ খরচ করেছে ফরচুন বরিশাল ও গাজী গ্রুপ চট্টগ্রাম। বেক্সিমকো ঢাকা খরচ করেছে এক কোটি তিন লাখ অন্যদিকে সর্বনিম্ন এক কোটি দুই লাখ খরচ করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
দলবদল শেষে দলসমূহ –বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম (এ গ্রেড), রুবেল হোসেন (বি গ্রেড), তানজিদ হাসান তামিম (ডি গ্রেড), নাসুম আহমেদ (সি গ্রেড), নাইম শেখ (বি গ্রেড), নাঈম হাসান (বি গ্রেড), শাহাদাত হোসেন দীপু (ডি গ্রেড), আকবর আলি (ডি গ্রেড), ইয়াসির আলি রাব্বি (সি গ্রেড), সাব্বির রহমান (সি গ্রেড), মেহেদি হাসান রানা (সি গ্রেড), মুক্তার আলি ((ডি গ্রেড), শফিকুল ইসলাম (ডি গ্রেড), আবু হায়দার রনি (সি গ্রেড), পিনাক ঘোষ (ডি গ্রেড), রবিউল ইসলাম রবি (ডি গ্রেড)।
জেমকন খুলনা : সাকিব আল হাসান (এ গ্রেড), মাহমুদউল্লাহ রিয়াদ (এ গ্রেড), ইমরুল কায়েস (বি গ্রেড), হাসান মাহমুদ (সি গ্রেড), আল-আমিন হোসেন (বি গ্রেড), এনামুল হক (সি গ্রেড), শামিম হোসেন (ডি গ্রেড), আরিফুল হক (ডি গ্রেড), শফিউল ইসলাম (বি গ্রেড), শুভাগত হোম (ডি গ্রেড), শহিদুল ইসলাম (সি গ্রেড), রিশাদ হোসেন (সি গ্রেড), জাকির হাসান (ডি গ্রেড), নাজমুল ইসলাম অপু (ডি গ্রেড), সালমান হোসেন (ডি গ্রেড), জহিরুল ইসলাম (সি গ্রেড)।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল (এ গ্রেড), আফিফ হোসেন (বি গ্রেড), তাসকিন আহমেদ (বি গ্রেড), ইরফান শুক্কুর (বি গ্রেড), মেহেদি হাসান মিরাজ (বি গ্রেড), আবু জায়েদ রাহী (বি গ্রেড), তৌহিদ হৃদয় (ডি গ্রেড), তানভির ইসলাম (ডি গ্রেড), সুমন খান (সি গ্রেড), সাইফ হাসান (সি গ্রেড), আমিনুল ইসলাম বিপ্লব (সি গ্রেড), মাহিদুল ইসলাম অঙ্কন (ডি গ্রেড), পারভেজ হোসেন ইমন (ডি গ্রেড), কামরুল ইসলাম রাব্বি (সি গ্রেড), আবু সায়েম (ডি গ্রেড), সোহরাওয়ার্দি শুভ (ডি গ্রেড)।
গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান (এ গ্রেড), লিটন দাস (বি গ্রেড), মোহাম্মদ মিথুন (বি গ্রেড), সৌম্য সরকার (বি গ্রেড), মোসাদ্দেক হোসেন (বি গ্রেড), শরিফুল ইসলাম (ডি গ্রেড), জিয়াউর রহমান (ডি গ্রেড), তাইজুল ইসলাম (বি গ্রেড), শামসুর রহমান (সি গ্রেড), নাহিদুল ইসলাম (ডি গ্রেড), মোহাম্মদ সৈকত আলি (ডি গ্রেড), মমিনুল হ্ক (বি গ্রেড), রকিবুল হাসান (ডি গ্রেড), সঞ্জিত সাহা (ডি গ্রেড), মাহমুদুল হাসান জয় (ডি গ্রেড), মেহেদি হাসান (ডি গ্রেড)।
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফুদ্দিন (বি গ্রেড), শেখ মেহেদি হাসান (বি গ্রেড), নাজমুল হোসেন শান্ত (বি গ্রেড), নুরুল হাসান সোহান (বি গ্রেড), ফরহাদ রেজা (সি গ্রেড), মোহাম্মদ আশরাফুল (ডি গ্রেড), আরাফাত সানি (সি গ্রেড), এবাদত হোসেন চৌধুরি (সি গ্রেড), ফজলে মাহমুদ (সি গ্রেড), রনি তালুকদার (সি গ্রেড), আনিসুল ইমন (ডি গ্রেড), রেজাউর রহমান (ডি গ্রেড), জাকের আলি অনিক (সি গ্রেড), রকিবুল হাসান (ডি গ্রেড), মুকিদুল ইসলাম মুগ্ধ (ডি গ্রেড), সানজামুল ইসলাম (সি গ্রেড)।