সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। এরপর ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে।
নিষেধাজ্ঞায় সাকিব গিয়েছিলেন ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থেকে। ফিরে এসে ফিরেও পেয়েছেন সেই শীর্ষস্থান। একই ঘটনা ঘটেছে টি-টোয়েন্টি র্যাংকিংয়েও। যেখানে ছিলেন, সেখানেই ফিরেছেন সাকিব।
নিষিদ্ধ যখন হয়েছিলেন, সাকিব তখন ৩৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ছিলেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে। সামনে স্রেফ অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
এক বছর পর সাকিব যখন ফিরলেন র্যাংকিংয়ে, ফিরলেন সেই দুই নম্বরে থেকেই। প্রায় ৮৭ পয়েন্ট হারালেও দ্বিতীয় স্থান হারাননি তিনি। সাকিবের বর্তমান পয়েন্ট ২৬৮। তার সামনে এখন আছেন শুধু আফগানিস্তানের মোহাম্মদ নবী, যার রেটিং পয়েন্ট ২৯৪।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাকিব ফিরেছেন ৪৬৭ পয়েন্ট নিয়ে ৪৯ নম্বরে। ব্যাটিং র্যাংকিংয়ে ১৭ ধাপ পিছিয়েছেন সাকিব, খুইয়েছেন ৬৭ পয়েন্ট।
বোলারদের র্যাংকিংয়ে সাকিব ফিরেছেন ৫৭৬ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে। নিষেধাজ্ঞায় থাকাকালীন সময়ে সাকিব পিছিয়েছেন ১২ ধাপ, হারিয়েছেন ৮৭ পয়েন্ট।