পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) প্রথমবার কোনো নারীকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার নাম আলিয়া জাফর।
সম্প্রতি চারজন স্বাধীন বোর্ড অব গভর্নেন্সের নাম ঘোষণা করে পিসিবি। এর মধ্যে দুই বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন বোর্ডের মানবসম্পদ বিভাগে কর্মরত এই নারী।
কর্পোরেট খাতে সিনিয়র পদে বহুদিন কাজ করেছেন জাফর। তিনি জাতিসংঘরে ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি) এর সঙ্গেও যুক্ত ছিলেন।
নিয়োগপ্রাপ্ত বাকি তিন পরিচালক হলেন ফিন্যান্স এক্সিকিউটিভ হিসেবে কাজ করা জাভেদ কুরায়েশি, অসীম ওয়াজেদ জাওয়াদ এবং কর্পোরেট এক্সিকিউটিভ আরিফ সাঈদ।
কুরেশি ও সাঈদ তিন বছর আর আসিম ওয়াজিদ ও আলিয়াকে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবির নতুন গঠনতন্ত্র অনুযায়ী, স্বাধীন বোর্ড পরিচালক পদে অন্তত একজন নারীকে রাখতে হবে। নিয়ম মেনেই প্রথম নারী পরিচালকের যাত্রা শুরু হলো ক্রিকেট পাগল পাকিস্তানে।
আলিয়াকে স্বাগত জানিয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মনি বলেন, ‘আমি সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাধীন পরিচালদের বিশেষত প্রথম নারী পরিচালক আলিয়া জাফরকে স্বাগত জানাই, এটা পিসিবির প্রশাসনের কাঠামো বাড়ানোর ক্ষেত্রে এক বিশাল পদক্ষেপ।
‘এই চারজন তাদের বৈচিত্র্যময় জ্ঞান দিয়ে পিসিবির পেশাদার দৃষ্টিভঙ্গি ও কাজকে উন্নত করবে।’
সূত্র: আল জাজিরা