বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প চলছে ২৮ অক্টোবর থেকে। ক্যাম্পে বর্তমানে রয়েছেন ২৬ জন ক্রিকেটার।
এই ২৬ জন দুই দলে ভাগ হয়ে এর আগে খেলেছিলেন একটি দুই দিনের ম্যাচ, একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ। বুধবার আবারও ‘দল এ’ এবং ‘দল বি’তে ভাগ হয়ে তারা খেললেন আরেকটি প্রস্তুতি ম্যাচ।
প্রথম টি-টোয়েন্টির মতো এই ম্যাচেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। তার ও পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে তৌহিদ হৃদয়ের নেতৃত্বাধীন ‘দল বি’ পেয়েছে ছয় উইকেটের সহজ জয়।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ‘দল এ’ অধিনায়ক আফিফ হোসেন। নাইম শেখের ৪৬ এবং শাহাদাত হোসেনের ৪২-এ ভর করে তারা এগিয়ে যাচ্ছিল বড় সংগ্রহের দিকে। শেষ দিকে শামিম হোসেনের ১৪ বলে ৩৪ রানের ইনিংস তারা শেষ করেন ১৮০ রানে।
কিন্তু ১৮১ তাড়া করতে নেমে ইমন ও তামিম শুরু করেন তাণ্ডব। ইমনের ব্যাট যেন খাপখোলা তরবারি। সুমন খানের বলে ইনিংসের চতুর্থ ওভারে যখন ইমন ফিরে যান, দলের রান তখন ৫৪। আউট হওয়ার আগে ইমন খেলতে পেরেছেন ১৩ বল। সেই সময়ে তিনি করেছেন ৪০।
তিন নম্বরে নেমে মাহমুদুল হাসান জয়ও ব্যাট চালান সমানতালে। আউট হওয়ার আগে করেন ১৬ বলে ৩৪। তাদের দুজনের তুলনায় ধীরস্থিরই ছিলেন তামিম। আফিফের বলে বোল্ড হওয়ার আগে ৫১ বলে করেন ৬৬।
আবার ব্যাট করতে নেমে ইমন অবশ্য খেললেন ‘ধীরেসুস্থেই’। আট বলে অপরাজিত ১১ করে ম্যাচ জিতিয়েই ফেরেন এই তরুণ ওপেনার।