ফরিদপুরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শেখ রাসেল স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের শেখ জামাল স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল ক্রিকেট ক্লাবের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক।
তিনি জানান, লীগ পদ্ধতিতে টুর্নামেন্টে ১৬টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। শেখ জামাল স্টেডিয়াম ও সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৩১টি খেলা হবে।
প্রতিদিন চারটি করে ম্যাচ হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ নভেম্বর।
উদ্বোধনী দিনে ফরিদপুর ক্রিকেট স্কুল, সাভার ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ৬ উইকেটে ২১০ রান করে। ব্যাট করতে নেমে সাভার ৩৬ রানে অলআউট হলে ১৭৪ রানে ম্যাচ জিতে নেয় ফরিদপুর।