বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প চলছে ২৮ অক্টোবর থেকে। ক্যাম্পে বর্তমানে রয়েছেন ২৬ জন ক্রিকেটার।
এই ২৬ জন দুই দলে ভাগ হয়ে এর আগে খেলেছিলেন একটি দুই দিনের ও একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার তারা খেলেন টি-টোয়েন্টি।
ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাটিং-ঝড়ে তৌহিদ হৃদয়ের ‘দল বি’ ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফিফ হোসেনের ‘দল এ’ কে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তৌহিদ। পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম শুরু থেকেই চড়াও হন বোলারদের ওপর। ষষ্ঠ ওভারে আফিফ যখন ইমনকে ফেরান, ততক্ষণে স্কোরবোর্ডে রান ৬০।
১১ ওভার শেষে ‘দল বি’ এর সংগ্রহ ছিল ৮৭। তবে এরপর তানজিদ তামিম ও আকবর আলি বোলারদের ওপর তাণ্ডব চালায়। শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়ায় ১৯৪।
শফিকুল ইসলামের বলে আউট হবার আগে তামিম করেন ৪৬ বলে ৭৩ রান। অন্যদিকে আকবর আলি মাত্র ২০ বলে করেন ৪৭।
জবাবে শুরুতেই খেই হারায় ‘দল এ’। পাওয়ারপ্লে শেষ হতে না হতেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট। নাইম শেখ শুরুতে আউট হয়ে যাবার পর তাকে আবারও ব্যাটিংয়ের সুযোগ দিলেও তেমন লাভ হয়নি। তবে দ্বিতীয় সুযোগে নাইম করেছেন ইনিংস-সর্বোচ্চ ২৮। শেষ পর্যন্ত ৯৪ রানে গুটিয়ে যায় ‘দল এ’।
এইচপির বর্তমান ক্যাম্পটি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শেষ দিনে হতে পারে আরেকটি টি-টোয়েন্টি ম্যাচ।