বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক এবং তার স্ত্রী ফারিহা বাশার করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন মমিনুল নিজেই।
সোমবার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে তাদের দুজনের। স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টিনে আছেন মমিনুল।
মমিনুল তার ফেসবুক পেজে লেখেন, ‘আল্লাহ সবচেয়ে বড় আরোগ্যকারী। আশা করি এই পর্বটি দ্রুত শেষ হবে। সবাই সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন সবাই।’
করোনা আক্রান্ত হওয়ায় মমিনুলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলা অনিশ্চিত। নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে এই টুর্নামেন্ট।
রোববার করোনা টেস্টের ফলাফল পজেটিভ আসে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। আক্রান্ত হওয়ায় তিনি খেলতে পারছেন না পাকিস্তান সুপার লিগে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাশরাফি মোর্ত্তজা, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহি ও সাইফ হাসান।