বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিরতে পারে দর্শক

  •    
  • ১০ নভেম্বর, ২০২০ ১৬:১৩

‘প্রেসিডেন্টস কাপ’ হয়েছিল দর্শকশূন্য মাঠে। করোনাভাইরাস প্রকোপে পুরো বিশ্বেই চলছে এই ব্যবস্থা। মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, সরকারের সঙ্গে আলোচনা করে দর্শকদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

‘প্রেসিডেন্টস কাপ’ এর মধ্য দিয়ে দেশে ক্রিকেট ফিরেছিল প্রায় সাত মাস পর। সেই ধারাতেই নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

‘প্রেসিডেন্টস কাপ’ হয়েছিল দর্শকশূন্য মাঠে। করোনাভাইরাস প্রকোপে পুরো বিশ্বেই চলছে এই ব্যবস্থা। তবে দর্শক দেখা যেতে পারে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। 

মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, সরকারের সঙ্গে আলোচনা করে দর্শকদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। 

‘এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে, সে অনুযায়ী আমাদের সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে যেটা প্র্যাকটিক্যালি পসিবল এবং ওই সময় যেটা পারমিট করবে, সেভাবেই করব’, বলেন নিজামউদ্দিন। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলা হবে শুধু মিরপুরেই বলে জানান প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের পরিকল্পনাটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সে ক্ষেত্রে ফিক্সচারে আমরা কিছুটা এডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে। সেভাবেই আমরা প্ল্যান করছি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর তারিখ নিয়েও আছে ধোঁয়াশা। নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট তারিখ জানায়নি বিসিবি। নিজামউদ্দিন বলেন, ২২ কিংবা ২৩ নভেম্বরের দিকে শুরু হতে পারে টুর্নামেন্টটি। 

‘তারিখ আমরা এখনও চূড়ান্ত করিনি। তবে আপনারা যেভাবে জেনেছেন যে ২২/২৩ এ রকম কোনো সময়ের মধ্যেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করব এবং এভাবেই আমাদের প্ল্যান আছে’, বলেন নিজামউদ্দিন। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবার জন্য ফিটনেস পরীক্ষায় আগে উতরাতে হবে খেলোয়াড়দের। সেই উদ্দেশ্যে সোমবার ও মঙ্গলবারে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। সেখানে বিপ টেস্টে বেঞ্চমার্ক ধরা হয়েছে ১১।

বেশিরভাগ ক্রিকেটার পাস করলেও উতরাতে পারেননি নাসির হোসেন ও সোহাগ গাজী। সোহাগ গাজী সোমবার বিপ টেস্টে দিয়ে তুলেছিলেন নয়, নাসির হোসেন মঙ্গলবার তুলেছেন ৮.৫। মঙ্গলবার আবার বিপ টেস্ট দিলেও ১১ তুলতে পারেননি সোহাগ গাজী।

এ বিভাগের আরো খবর