বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সালমার ঝলকে ট্রেইলব্লেজার্সের শিরোপা জয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ নভেম্বর, ২০২০ ১৩:৪৭

ফাইনালে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে শিরোপা জেতে সালমার দল ট্রেইলব্লেজার্স। সালমা তুলে নেন তিন উইকেট।

প্রথমবারের মত ভারতের উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশ নিতে গিয়েছিলেন সালমা খাতুন। আর প্রথমবারেই করলেন বাজিমাত। 

ফাইনালে তিন উইকেট তুলে নিয়ে নিজ দল ট্রেইলব্লেজার্সকে টি-টোয়েন্টি চ্যালেঞ্জের শিরোপা জেতান সালমা। ফাইনালে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে শিরোপা জেতে সালমার দল ট্রেইলব্লেজার্স। 

টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন সুপারনোভাস কাপ্তান হারমানপ্রিত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক স্মৃতি মান্ধানার ৬৮ রানে ভর করে ট্রেইলব্লেজার্স সংগ্রহ করে ১১৮ রান। 

জবাবে শুরুতেই সুপারনোভাসের ব্যাটসম্যানদের চেপে ধরেন সালমারা। শুরুতেই তিন উইকেট হারালেও জুটি জমিয়ে ফেলেছিলেন সুপারনোভাস অধিনায়ক হারমানপ্রিত ও শশীকলা সিরিওয়ার্ধানে। 

১৫তম ওভারে সিরিওয়ার্ধানেকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সালমা। এরপর নিজের শেষ ওভারে এসে হারমানপ্রিত ও পূজা ভাস্ত্রারকারকে তুলে নিয়ে ম্যাচ কার্যত শেষ করে দেন সালমা। 

শেষ পর্যন্ত সুপারনোভাস থাকে ১০২ রানে। আর তাতেই ১৬ রানের জয়ে শিরোপা নিশ্চিত হয় ট্রেইলব্লেজার্সের। সালমা তার চার ওভারে তিন উইকেট তুলে নেন মাত্র ১৮ রান দিয়ে। ম্যাচসেরা নির্বাচিত হন তার অধিনায়ক স্মৃতি।

এ বিভাগের আরো খবর