দুই দল লিগ পর্ব শেষ করেছিলো শীর্ষে থেকেই। মুম্বাই ইন্ডিয়ানস ছিলো সবার ওপরে। তাদের ঠিক নীচেই দিল্লি ক্যাপিটালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মুখোমুখি লিগ পর্বের সেরা দুই দলই।
মুম্বাই ফাইনালে পৌছেছে সহজ পথ ধরেই। লিগ পর্বে শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ৫৭ রানের বিশাল ব্যবধানে হারায় তারা।
সেদিক থেকে দিল্লিকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। টুর্নামেন্টের শুরুতে দারুণ ছন্দে থাকলেও মাঝ পর্বে পথ হারায় তারা। টানা চার ম্যাচ হেরে বাদ পড়ার সম্ভাবনাও জেগেছিল।
তবে লিগ পর্বের শেষ ম্যাচ জিতে টেবিলের দ্বিতীয় স্থানে থেকেই প্লে-অফে জায়গা নিশ্চিত করে তারা। প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইয়ের কাছে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তারা পৌঁছে গিয়েছে ফাইনালে।
ফাইনালের আগে আগের ফলাফল অবশ্য স্বস্তি দিচ্ছে না দিল্লিকে। এই মৌসুমে তিন বার মুখোমুখি হয়েছে দিল্লি ও মুম্বাই। তিনবারই জিতেছে মুম্বাই। দিল্লি চাইবে ফাইনালে সেটি পাল্টাতে।
দুই দলের মূল অস্ত্র এই সময়ের সেরা দুই পেসার। দিল্লির হয়ে ফাইনালে নামবেন সাউথ আফ্রিকান কাগিসো রাবাদা, মুম্বাইয়ের হয়ে জাসপ্রিত বুমরাহ। টুর্নামেন্টে এখন পর্যন্ত রাবাদা ও বুমরাহ যথাক্রমে ২৯ ও ২৭ উইকেট নিয়ে আছেন উইকেট শিকারী তালিকার শীর্ষ দুই স্থানে। তবে রাবাদা ম্যাচ খেলেছেন দু’টি বেশি।
দুই দলের ব্যাটসম্যানরাও আছেন ছন্দে। দিল্লির শিখর ধাওয়ান রান করেছেন ৬০৩। অন্যদিকে মুম্বাইয়ের ইশান কিশান ও কুইন্টন ডি কক দু’জনেই রান করেছেন ৪৮৩ করে।
এর আগে কখনও জোড় সালে শিরোপা জেতেনি মুম্বাই। অন্যদিকে দিল্লির ভাগ্যে কখনও শিরোপার শিকেই ছেড়েনি। ফাইনালে যে জিতবেন, তাদেরই সেটা প্রথম হবে কোন না কোনভাবে। দুই দলই চাইবে, তাদেরই হোক!