বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপ টেস্টে ভালো করেছেন ক্রিকেটাররা

  •    
  • ৯ নভেম্বর, ২০২০ ১৭:১০

নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসানের সোমবার ফিটনেস পরীক্ষা দেবার কথা থাকলেও, দেননি তিনি। বিপ টেস্ট দেবেন বুধবার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস পরীক্ষার প্রথম দিন ছিল সোমবার। অধিকাংশ ক্রিকেটারই পেরিয়েছেন বিপ টেস্টের ১১ এর আদর্শ মান। 

মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়রদের মত অভিজ্ঞ ক্রিকেটাররা পাস করেছেন পরীক্ষায়। নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসানের সোমবার ফিটনেস পরীক্ষা দেবার কথা থাকলেও, দেননি তিনি। তিনি বিপ টেস্ট দেবেন বুধবার। 

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ট্রেইনার নিক লি এর মতে, খেলোয়াড়দের ফিটনেসের অবস্থা আশাব্যঞ্জক।  

‘নির্বাচকেরা প্রথম শ্রেণির খেলোয়াড়দের অবস্থা যাচাই করতে চেয়েছিলেন। সবাই জানেন যে এটি একটি কঠিন বছর ছিল। করোনাভাইরাসের জন্য ক্রিকেটে এবং খেলোয়াড়দের শারীরিক অনুশীলনে অনেক বাধা এসেছে। আজকের ব্যাপারটি ছিল সবাইকে এনে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা। এখন পর্যন্ত আমি যা দেখেছি, বেশিরভাগ খেলোয়াড়ই ভালো করেছেন। অল্প কয়েকজনের সমস্যা হয়েছে। যে ফলাফলগুলো এসেছে তাতে নির্বাচকেরা খুশি হবেন,’ বলেন লি। 

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আশা করছেন যাদের ফিটনেস পরীক্ষা বাকি আছে, তারাও ভালো করবেন। 

‘বিপ টেস্ট ভালোই দিচ্ছে সবাই। যে গ্রুপটা শেষ হয়েছে অলমোস্ট ৯০% ভালো দিয়েছে। কালকে (মঙ্গলবার) আরেকটা গ্রুপের আছে। বেঞ্চমার্ক দেয়া আছে প্রথম শ্রেণির জন্য। এতদিন এরা ফিটনেসের বাইরে ছিল। সবাই একটা ভালো অবস্থানে আছে বলেই আশা করছি,’ বলেন তিনি। 

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিপ টেস্টে ১১.৪ স্কোর করেন। বিপ টেস্ট শেষে আশরাফুল জানান, ৩-৪ দিন ধরে ঠান্ডার সমস্যা থাকায় তার স্কোর কম এসেছে। 

‘ফিটনেস টেস্টে ১১.৪ হয়েছে। আরেকটু বেশি হলে ভালো হতো। শেষ তিন চারদিন ঠাণ্ডার কারণে যেটা আশা করেছিলাম সেটা দিতে পারিনি। তারপরও খুশি,’ বলেন আশরাফুল। 

প্রথম দিনে ৮০ জন খেলোয়াড় দিয়েছেন টেস্ট। ৩৩ জনের দিচ্ছেন মঙ্গলবার।

এ বিভাগের আরো খবর