সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে প্রথমবারে মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠল দিল্লি ক্যাপিটালস। ফাইনালে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস।
এর আগে মুম্বাই চারবার শিরোপা ঘরে তুললেও, আইপিএল এর শিরোপা এখনও জিততে পারেনি দিল্লি। মঙ্গলবার সেই আরাধ্য শিরোপা জয়ের চেষ্টাতেই মাঠে নামবে তারা।
ফাইনালে উঠবার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স ও ক্যাপিটালস। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
ব্যাট করতে নেমে তুমুল তাণ্ডব চালান দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও মার্কাস স্টোয়নিস। পাওয়ার প্লেতে তারা তুলে নেন ৬৫ রান।
স্টোয়নিস রশিদ খানের বলে ফিরে গেলেও ফিফটি তুলে নেন শিখর ধাওয়ান। শেষদিকে শিমরন হেটমায়ারের ২২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে তারা সংগ্রহ করে ১৮৯ রান।
জবাবে শুরুতেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারায় সানরাইজার্স। পাওয়ার প্লের ভেতরেই প্যাভিলিয়নে ফিরে যান প্রিয়ম গার্গ ও মানিশ পান্ডেও।
সেখান থেকে হায়দরাবাদকে জয়ের আশা দেখান কেন উইলিয়ামসন। এলিমিনেটরে দলকে ম্যাচ জিতিয়ে ফেরা উইলিয়ামসন দ্বিতীয় প্লে-অফেও তুলে নেন ফিফটি।
স্টোয়নিসের বলে ফিরে গেলে হোঁচট খায় হায়দরাবাদ। সেখান থেকে আব্দুল সামাদ ও রশিদ খান আশা দেখান। তবে, কাগিসো রাবাদা ১৯তম ওভারে তিন উইকেট তুলে নিয়ে নিশ্চিত করেন দিল্লির জয়।
দিল্লির জয়ে লিগ পর্ব শেষে শীর্ষে থাকা দুই দলই নিশ্চিত করলো ফাইনাল। লিগ পর্ব শেষে মুম্বাই ছিল শীর্ষে। দিল্লি শেষ করেছিল দ্বিতীয় স্থানে।