উদীয়মান ক্রিকেটারদের নিয়ে ব্রিটিশ কোচ টোবি র্যাডফোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প শুরু হয়েছিলো গত ২৮ অক্টোবর।
নিজেদের মধ্যে ভাগ হয়ে এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন এইচপি দলের খেলোয়াড়রা। শনিবার আবারও নিজেদের মধ্যে ‘দল এ’ ও ‘দল বি’ এ ভাগ হয়ে প্রস্তুতি ওয়ানডে ম্যাচ খেলেন তারা।
সেই ম্যাচে আফিফ হোসেনের অধিনায়কত্বে থাকা ‘দল এ’ কে ছয় উইকেটে হারিয়েছে তৌহিদ হৃদয়ের অধিনায়কত্বে থাকা ‘দল বি’।
টসে জিতে ব্যাট করতে নেমে নাইম শেখের ৬৭ রানে ভর করে ভালো শুরু পায় ‘দল এ’। এরপর অধিনায়ক আফিফের ফিফটিতে ভালো সংগ্রহের দিকেই এগুচ্ছিল তারা।
পঞ্চাশ রানে আফিফের বিদায়ের পর সম্ভাবনা ছিলো ২০০ এর নীচে গুটিয়ে যাওয়ার। তবে সুমন খান, রকিবুল হাসান ও শফিউল ইসলামের ছোট ছোট ইনিংসে ভর করে ‘দল এ’ সংগ্রহ করে ২৪০।
তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ৭৪, শামিম হোসেনের ৬৭ এবং অধিনায়ক তৌহিদের পঞ্চাশে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় ‘দল বি’।
এইচপি দলের ক্যাম্প চলবে ১২ নভেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে ক্যাম্প।