আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বছরের নিষেধাজ্ঞা থেকে গত ২৯ অক্টোবর মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি।
সেই টুর্নামেন্টের আগে সাকিবকে অবশ্য পার করতে হবে ফিটনেস টেস্টে। বিসিবি সাকিবের সেই ফিটনেস টেস্টের তারিখ ঠিক করেছে ৯ নভেম্বর।
এক বছর ক্রিকেটের বাইরে থাকায় সাকিবের ফিটনেস নিয়ে আছে নানা প্রশ্ন। সাকিব নিজেও বৃহস্পতিবার দেশে ফিরে জানান, তার ফিটনেস আগের অবস্থায় নেই।
সাকিবের ফিটনেস নিয়ে অবশ্য চিন্তিত নন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, আগের ফিটনেসে ফিরে যেতে সময় লাগবে না তার।
‘ও (সাকিব) ছিল না, কিন্তু ও যে লেভেলের প্লেয়ার , ফিটনেসটা আমার মনে হয় না ওর কাছে সমস্যা হবে। কিন্তু ফিটনেসের একটা স্ট্যান্ডার্ড তো একটা আছে। সে স্ট্যান্ডার্ডে তো সবাইকে চলতে হবে,’ বলেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।
আকরাম যোগ করেন, ‘ও (সাকিব) যেহেতু বিদেশ থেকে আসছে প্লাস এতদিন ক্রিকেটে ছিল না হয়তো ও সময় পেলে ফিটনেসটা ওপরের দিকে সে যেতে পারবে। সো সেটা নিয়ে আমরা চিন্তিত না।’
টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ হতে পারে ২১ বা ২২ নভেম্বর বলে জানান আকরাম। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বায়ো বাবলের ভেতরে খেলোয়াড়দেরও রাখা হবে একটি হোটেলে।