সাত মাস পর প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশে ক্রিকেট ফিরলেও তাতে খেলেননি মাশরাফি। এরপর তার ফেরার কথা ছিল নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে।
সেটি না হবার সম্ভাবনাই বেশি। অক্টোবরে অনুশীলন করতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।
শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, রিপোর্ট অনুযায়ী মাশরাফি এখনও ফিট নন।
‘যে রিপোর্ট পেয়েছি সেটা নিয়ে আলাপ করে বলল যে আপাতত ফিট না। তো সে যখন ফিট হবে তখন জানাবে। এখন সে যেহেতু ফিট না আপাতত ফিটনেস টেস্ট দিতে পারছে না,’ বলেন আকরাম।
এর আগে ফিটনেস টেস্টের জন্য প্রকাশিত ১১৩ জন খেলোয়াড়ের তালিকাতেও ছিল না মাশরাফির নাম।
বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে পারে ২১ বা ২২ নভেম্বর, জানান আকরাম খান। স্পন্সর নিশ্চিত না হলেও কাজ প্রায় ৯০% শেষ, এটিও যোগ করেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।