বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্লে অফ থেকে বিদায় কোহলির আরসিবির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ নভেম্বর, ২০২০ ১০:৫০

সংক্ষিপ্ত স্কোর: আরসিবি ১৩১/৭, ২০ ওভার (ভিলিয়ার্স ৫৬, ফিঞ্চ ৩২, হোল্ডার ৩/২৫, নাটরাজন ২/৩৩) সানরাইজার্স ১৩২/৪, ১৯.৪ ওভার (উইলিয়ামসন ৫০*, হোল্ডার ২৪, সিরাজ ২/২৮)

আইপিএল শিরোপা এবারও স্পর্শ করা হলো না ভিরাট কোহলির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটরে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সান রাইজার্স হায়দরাবাদের কাছে ছয় উইকেটে হেরেছে আরসিবি।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই কোহলিকে হারায় চ্যালেঞ্জার্স। ছয় রান করে জেসন হোল্ডারের বলে আউট হন তিনি। তার ওপেনিং পার্টনার দেভদুত পাডিকালকেও এক রানে ফেরান হোল্ডার।

তৃতীয় উইকেটে অ্যারন ফিঞ্চ ও এবি ডি ভিলিয়ার্স দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। ফিঞ্চ আউট হন ৩০ বলে ৩২ রান করে।

ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫৬। বাকি আর কেউই বড় রান করতে না পারলে, গুরুত্বপূর্ন ম্যাচে ১৩১ এর বেশী সংগ্রহ করতে পারেনি চ্যালেঞ্জার্স।

সানরাইজার্সের পক্ষে ২৫ রানে তিন উইকেট নেন হোল্ডার। আর ৩৩ রানে দুই উইকেট নেন থাঙ্গারাসু নাটরাজন।

জবাবে, পাওয়ার প্লের মধ্যে দুই ওপেনারকে হারায় সানরাইজার্সও। ইনিংসের চতুর্থ বলে শূন্য রানে বিদায় নেন শ্রীভৎস গোস্বামী। তাকে ফেরান মোহাম্মদ সিরাজ। সিরাজের বলে ষষ্ঠ ওভারে ১৭ রান করে আউট হন ওয়ার্নার।

এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ কেইন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপ অধিনায়কের ব্যাটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স। চার উইকেট হারিয়ে দুই বল আগেই লক্ষ্যে পৌছায় তারা।

উইলিয়ামসন ৪৪ বলে দুই ছক্কা ও দুই চারের সাহায্যে ৫০ রানে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেন মানিশ পানডে ও হোল্ডার। দুই জনের ব্যাট থেকেই আসে ২৪।

ম্যাচ সেরা হয়েছেন উইলিয়ামসন। দ্বিতীয় প্লে-অফে রোববার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।

ম্যাচের জয়ী দল ফাইনাল খেলবে মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর