বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ভাবছেন না তৌহিদ

  •    
  • ৬ নভেম্বর, ২০২০ ১৭:৪১

তৌহিদ আছেন বিসিবির এইচপি দলের ক্যাম্পে। গত ২৮ অক্টোবর ২৬ জন ক্রিকেটার নিয়ে ব্রিটিশ কোচ টোবি র‍্যাডফোর্ডের অধীনে শুরু হয়েছে এই ক্যাম্প।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর করোনার কারণে তেমন খেলার সুযোগ পাননি তৌহিদ হৃদয়। সুযোগ পেয়েছিলেন প্রেসিডেন্টস কাপে। সেখানে দারুণ করতে না পারলেও দেখিয়েছিলেন প্রতিভার ঝলক। 

সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানেও সুযোগ পাবার কথা তৌহিদের। আপাতত সেই টুর্নামেন্ট নিয়ে কোনো ধরণের চিন্তা নেই তার।

তৌহিদ বর্তমানে আছেন বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্পে। গত ২৮ অক্টোবর ২৬ জন ক্রিকেটার নিয়ে ব্রিটিশ কোচ টবি র‍্যাডফোর্ডের অধীনে শুরু হয়েছে এই ক্যাম্প। 

‘টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে এখনও সেভাবে চিন্তা করছি না। এখন যেহেতু এইচপি আছি, এইচপিতে আমাদের হেড কোচ যা দিচ্ছে এগুলোতেই মনোযোগ রাখছি আর যখন আমাদের কাছে টি-টোয়েন্টি আসবে, তখন থেকে তৈরি হবো টি-টোয়েন্টির জন্য,’ বলেন তৌহিদ। 

তৌহিদ যোগ করেন, ক্যাম্পে সবাই চেষ্টা করছেন নিজেদের স্কিলগুলো আরও ভালো করে তুলতে। তিনি বলেন, ‘এইচপি সবসময় একটি জায়গা যেখানে অফ সিজনে কিভাবে নিজেকে আরও ভালোভাবে তৈরি করা যায়। সবাই চেষ্টা করছি কিভাবে আমাদের স্কিলগুলো আরও ভালো করতে পারব। কিভাবে ভালো প্লেয়ার হতে পারব এটাই চেষ্টা করছি।’

এইচপির এই ক্যাম্প চলবে ১২ নভেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৫ নভেম্বর শুরু হবার কথা থাকলেও তা পেছাতে পারে সাত থেকে দশ দিন। 

এ বিভাগের আরো খবর