বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিটনেস আগের অবস্থায় নেই, দেশে ফিরে সাকিব

  •    
  • ৬ নভেম্বর, ২০২০ ১০:০৮

বৃহস্পতিবার বিমানবন্দরে সাকিব গণমাধ্যমকে জানান, ফিটনেসের অবস্থা জানা যাবে ফিটনেস টেস্টেই। তবে আগে যে অবস্থায় ছিলেন সে অবস্থায় নেই তিনি। 

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান এখন মুক্ত। ক্রিকেটে ফিরবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। 

সেই জন্যে বৃহস্পতিবার দিবাগত রাত দু্ইটায় কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌছান সাকিব। 

টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবার আগে সাকিবকে ফিটনেস পরীক্ষা দিতে হবে নয় ৯ নভেম্বর। বিমানবন্দরে সাকিব গণমাধ্যমকে জানান, ফিটনেসের অবস্থা জানা যাবে টেস্টেই। তবে আগে যে অবস্থায় ছিলেন সে অবস্থায় নেই তিনি। 

‘এটা (ফিটনেস) ফিটনেস টেস্টের সময়ই বোঝা যাবে। কিন্তু অবশ্যই যে অবস্থানে ছিলাম সে অবস্থানে নাই। মাঝখানে যখন ট্রেনিং করছিলাম তখন ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। যেহেতু এক মাসের বিরতি পড়ল, স্বাভাবিকভাবেই বেশ কিছুটা পিছিয়ে পড়েছি। কিছুটা সময় লাগবে, এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা ফিটনেস ফিরে পাব,’ বলেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

সাকিব যোগ করেন, নিজেকে দ্রুত তৈরি করতে চাইলেও কোনো তাড়াহুড়া করতে চাচ্ছেন না তিনি। বলেন, ‘আমিতো আশা করব যত তাড়াতাড়ি সম্ভব (ফিরতে)। কিন্তু তাড়াহুড়ো করতে চাই না। অন্য সবার মত আমারও সময়ের প্রয়োজন। যতটুকু পাব ওর ভেতরেই নিজেকে আগের মত তৈরি করে নিতে হবে।’

জানুয়ারিতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের। টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সাকিব দেখছেন সেই সিরিজের প্রস্তুতি হিসেবে। 

‘আমার প্রস্তুতি অনেক ভালো হবে যদি পুরোটা টুর্নামেন্ট খেলতে পারি ভালোভাবে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের আসার কথা সামনে সেদিক থেকে চিন্তা করলে প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টই একমাত্র জায়গা। সব খেলোয়াড়ই প্রকৃতপক্ষে প্রস্তুতিটা নিতে পারবে,’ বলেন সাকিব। 

এ বিভাগের আরো খবর