সাকিব আল হাসানের ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আরোপিত এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। ক্রিকেটে ফিরতে আর কোন বাধা নেই সাকিবের। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন সাকিব।
বিমানবন্দরে নেমে সাকিব জানান, তিনি ফিরেছেন স্বস্তি নিয়ে। গণমাধ্যমকে জানান, তার লক্ষ্য এখন সবার ভালোবাসার প্রতিদান দেওয়া।
‘এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো এরকম স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সে জায়গা থেকে অনেক রিলিফ। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া,’ বলেন সাকিব।
সাকিব যোগ করেন যে এবারের ফেরাটা ছিল ব্যতিক্রম। তিনি বলেন, ‘অন্যান্য বার হয়তো কোন জায়গা থেকে খেলে আসি বা কোন জায়গা থেকে ঘোরা শেষে দেশে ফিরি। এবারও হয়তো কোন একটা কাজ শেষে আসলাম দেশে। কিন্তু এবার যেটা হল মাথার উপর যে চাপ ছিল সেটা ঝেড়ে আসতে পারলাম।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবেন সাকিব। টুর্নামেন্টে খেলবার আগে ফিটনেস পরীক্ষা দিয়ে পাস করতে হবে এই অলরাউন্ডারকে। তার ফিটনেস পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে ৯ নভেম্বর।
এর আগে অক্টোবরে সম্ভাব্য শ্রীলংকা সফরের আগে প্রস্তুতি নিতে সেপ্টেম্বরে দেশে ফিরেছিলেন সাকিব। বিকেএসপিতে নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে চার সপ্তাহ অনুশীলন করেছিলেন তিনি। শ্রীলংকা সফর বাতিল হওয়ায় পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।