বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় ম্যাচে হারল জাহানারার দল

  •    
  • ৫ নভেম্বর, ২০২০ ২২:৫১

সালমা খাতুন দুই ওভার বল করলেও উইকেট পাননি। রান দিয়েছেন চার।

উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের তৃতীয় আসরের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছে জাহানারা আলমের দল ভেলোসিটি। প্রথম ম্যাচে দুই উইকেট নিয়ে দারুণ পারফর্ম করা জাহানারা বৃহস্পতিবার তেমন কিছু করতে পারেননি বল হাতে।

শারজায় আসরের দ্বিতীয় ম্যাচে ভেলোসিটিকে ১০ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ট্রেইলব্লেজার্স।

প্রথম ম্যাচে জয়ের পর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাহানারার দল ভেলোসিটি। ম্যাচ শুরু হতে না হতেই ব্যাটিংয়ে ধস নামে। ১৫ ওভার এক বলে ৪৭ রানে গুটিয়ে যায় দলটি। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন শেফালি ভার্মা। 

ভেলোসিটির ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন ট্রেইলব্লেজার্সের ইংলিশ বাঁ হাতি স্পিনার সোফি একলেস্টোন। নয় রানে চার উইকেট নেন তিনি। দুই উইকেট করে নেন ঝুলান গোশ্বামী ও রাজেশ্বরী গায়কোয়াড়। সালমা খাতুন দুই ওভার বল করলেও উইকেট পাননি। রান দিয়েছেন চার। ব্যাট হাতে জাহানারা করেন ১ রান। 

৪৭ রানের ছোট পুঁজি নিয়ে বোলিংয়ে কোনও প্রতিরোধ গড়তে পারেনি জাহানারা আলমরা। ডায়ান্ড্রা ডোটিন (২৯) ও রিচা ঘোষের (১৩) জুটিতে এক উইকেট হারিয়ে সাত ওভার পাঁচ বলে টার্গেট টপকে যায় ট্রেইলব্লেজার্স। একমাত্র উইকেটটি পান লেই ক্যাসপেরেক।

দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ভেলোসিটি। প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ট্রেইলব্লেজার্স।

এ বিভাগের আরো খবর