ক্যারিয়ারজুড়েই সাকিব আল হাসানের সঙ্গী ছিল বিতর্ক। সব মিলিয়ে নিষিদ্ধ হয়েছেন তিন বার। তা ছাড়াও নানা ধরনের বিতর্ক তার অবিচ্ছেদ্য সঙ্গী।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে মুক্ত সাকিব ক্রিকেটে ফিরবেন আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্য দিয়ে। বৃহস্পতিবার দিবাগত রাতে সেই উদ্দেশ্যে দেশে পৌঁছানোর কথা তার।
তবে তার আগে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওর মধ্য দিয়ে ভক্ত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাকিব। সেখানে এক প্রশ্নের জবাবে বলেন, বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন তিনি।
সাকিব বলেন, তার ধারণা কেউই চায় না বিতর্কে জড়াতে। তবে সবাই সেটা পারে না।
‘আমার ধারণা, কেউই চায় না সে বিতর্কে যাক। সবাই চায় সচেতন থেকে বিতর্ক এড়িয়ে চলা যায়। কিন্তু কিছু মানুষকে দিয়ে সেটি সবসময় সম্ভব হয় না’, বলেন সাকিব।
‘আমি নেক্সট টাইম আরও বেশি সতর্ক থাকার চেষ্টা করব, যাতে একদমই কোনো বিতর্ক না হয়’, যোগ করেন তিনি।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে সাকিবকে পাস করতে হবে ফিটনেস পরীক্ষা। সেই পরীক্ষা মিরপুরে তিনি দেবেন ৯ নভেম্বর।