প্রেসিডেন্টস কাপে মাহমুদুল্লাহ একাদশে সুযোগ পেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। সুযোগ পেয়েছিলেন তিনটি ম্যাচে। সেই তিন ম্যাচে এক ফিফটিসহ রান করেছিলেন ৮৯। টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল মাহমুদুল্লাহ একাদশ।
তবে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আলাদা একটি পুরস্কারও পেয়েছিলেন জয়। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জয় জানান, দলের পরিকল্পনা সফল করায় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তাকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন।
মাহমুদুল্লাহ একাদশের প্রাথমিক পরিকল্পনা ছিল জয়কে চার নম্বরে খেলানোর। পরে অধিনায়ক মাহমুদুল্লাহ তিনে খেলার প্রস্তাব দিলে রাজি হয়ে যান জয়। সেখানে সফল হয়েই ব্যাট উপহার পান তরুণ এই ব্যাটসম্যান।
“আমাদের টিম প্ল্যান ছিল যে আমি নাম্বার ফোরে ব্যাটিং করব। সো রিয়াদ ভাই আমাকে হঠাৎ এসে বলল, ‘তুই তিনে ব্যাটিং করতে পারবি?’ আমি বললাম, ‘জ্বি ভাই আমি পারব।’ উনি শুধু আমাকে প্ল্যানটা দিয়েছিল যে, ‘তুই শুধু নতুন বলটাকে একটু পুরানো করে দিয়ে আসবি। তারপর সেটা আমাদের দেখার বিষয় আমরা দেখে নিবো’’, বলেন জয়।
‘এটা আসলে আমার কাছে অনেক এক্সাইটিং ছিল। কারণ উনি যে প্ল্যানটা দিয়েছিল, সেটায় আমি সাকসেসফুল হতে পেরেছি। তারপর উনি আমাকে একটা ব্যাট গিফট করেন ম্যাচ শেষে, নেক্সট প্র্যাকটিস সেশনে’, যোগ করেন তিনি।
ব্রিটিশ কোচ টবি র্যাডফোর্ডের অধীনে দুই সপ্তাহে হাই-পারফরম্যান্স (এইচপি) ক্যাম্পে আছেন জয়। জানালেন, সেখানে নতুন টেকনিকের ওপর বেশি জোর দিচ্ছেন র্যাডফোর্ড।
‘নতুন নতুন অনেক টেকনিকের কাজ উনি (র্যাডফোর্ড) দেখিয়ে দিচ্ছে। সো ওটার ওপর আমরা বেশি জোর দিচ্ছি। ওটায় যদি আমরা স্ট্রং হতে পারি, তাহলে আগামীতে আমরা আরও ভালো কিছু করব’, আশাবাদ ব্যক্ত করেন জয়।