বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে ফিটনেস টেস্টের জন্য ক্রিকেটারদের ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছর পর নিষেধাজ্ঞা থেকে সদ্য মুক্ত হওয়া সাকিব আল হাসান ফিরছেন ফিটনেস টেস্ট দিয়ে। তবে এই তালিকায় নেই মাশরাফির বিন মোর্ত্তজা।
বুধবার এক বিবৃতিতে ফিটনেস টেস্টের তালিকা প্রকাশ করে বিসিবি। ক্রিকেটারদের জন্য দুই দিনের ফিটনেস টেস্টের সূচি প্রকাশ করেছে। যেখানে ১১৩ জন ক্রিকেটারকে টেস্টের জন্য ডাকা হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটারদের এই টেস্ট দিতে হবে না। ৯ ও ১০ নভেম্বর কয়েকটি সেশনে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। প্রথম দিনের প্রথম সেশনে (সকাল ১০টা থেকে ১১টা) টেস্ট দেবেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসান।
কয়েকদিন আগে দৌঁড়াতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে পড়েন মাশরাফি। তাই ধারণা করা হচ্ছিল, ফিটনেস টেস্টের এই তালিকায় থাকবেন না তিনি। করোনা আক্রান্ত পুত্র ও কন্যার সঙ্গে বর্তমানে কোয়ারেন্টিনে আছেন সাবেক এই অধিনায়ক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তিনি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
বিসিবি জানিয়েছে, খেলার মতো অবস্থা হলে মাশরাফির ফিটনেস বিবেচনা করা হবে।
করোনা পরিস্থিতির কারণে ফিটনেস টেস্টের দিন ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি মেনে আসতে বলা হয়েছে।