বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে বায়ো বাবল রাখাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে বিসিবি। পাঁচ দলের ১০০ জনকে বায়ো বাবলে রাখার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে লাগাতে পারবে বোর্ড, মঙ্গলবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫টি দল। খেলোয়াড় ও স্টাফ সহ মোট ১০০জনকে বায়ো বাবলে রাখতে হবে। এই পরীক্ষায় সফলভাবে উৎরাতে চায় বোর্ড যাতে করে জানুয়ারিতে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজকে সঠিক সুরক্ষা দেওয়া যায়। প্রধান নির্বাহী বলেন,‘দুই দলকে বায়ো বাবলে রাখা অনেক সহজ হবে। পাঁচ দলকে বায়ো বাবলে রাখতে পারি তাহলে সেটি বিশাল সফলতা। যদি সাফল্যের সঙ্গে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ করতে পারি তাহলে সেটি আমাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিবে। পুরোদমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য এটি হবে প্রথম ধাপ।’
প্রেসিডেন্টস কাপের জন্য বিসিবির বায়ো বাবল পরিকল্পনা সফল হয়েছে। আরেকটি সফল টুর্নামেন্ট দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর বিষয়ে বোর্ডকে আত্মবিশ্বাসী করে তুলবে, এমনটাই মনে করেন নিজামউদ্দিন।
বলেন,‘এর মাধ্যমে (প্রেসিডেন্টস কাপ) নিজেদেরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে নেয়ার একটি নির্দেশনা পেয়েছি। এখানে কোন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তার একটি দিকনির্দেশনা পেয়েছি। সুতরাং টি-টোয়েন্টি কাপ দিয়ে আরও অভিজ্ঞতা অর্জন করতে পারব। পরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য আমাদের আগ্রহ প্রকাশ করতে পারব।’