এইচপি দলের প্রস্তুতি ম্যাচে দল-বির অধিনায়ক ছিলেন নাইম শেখ। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন এই ওপেনার। দলের একমাত্র ইনিংসে নাইমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৩।
ম্যাচের পর এক ভিডিও বার্তায় নাইম জানান, তিনি ক্যাম্পে তার ফুটওয়ার্ক নিয়ে কাজ করছেন।
‘এইচপি ক্যাম্প খুবই ভালো হচ্ছে। সবাই খুব এনজয় করছি। খুবই কোয়ালিটি প্র্যাকটিস হচ্ছে। নিজের ফুটওয়ার্ক নিয়ে বেশি কাজ করা হচ্ছে,’ বলেন নাইম।
নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ হলেও, ৮৩ রানের ইনিংস খেলে আত্মবিশ্বাস পাচ্ছেন নাইম। তিনি বলেন, 'প্র্যাকটিস ম্যাচে রান করলে সব ব্যাটসম্যানেরই ভালো লাগে। আত্মবিশ্বাসও ভালো থাকে। আমারও ভালো করলে অবশ্যই কনফিডেন্স ভালো থাকে। খারাপ খেললে একটু আপসেট থাকি। সেসব চিন্তা থেকে বেরিয়ে ভালো খেলার চেষ্টা করছি।’
দল-এ আর দল-বির মধ্যেকার দুইদিনের ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে।