বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুমন-মুরাদের ঝলকে শেষ হল প্রস্তুতি ম্যাচ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ নভেম্বর, ২০২০ ১৮:১৩

সংক্ষিপ্ত স্কোর: দল-এ, ৪০৬/৭ (ডি.) (আকবর ১৩৬, শাহাদাত ৯৪, শরিফুল ২/১০২, রাজা ২/৬৩); দল-বি, ২৬৬ (নাইম ৮৩, মৃত্যুঞ্জয় ৫৮, মুরাদ ৪/৩৫, সুমন ৪/৫৪) 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প শুরু হয় ২৭ অক্টোবর। এক সপ্তাহের মাথায় মাঠে নামেন ক্যাম্পের ২৬ জন খেলোয়াড়। দুই দলে ভাগ হয়ে মিরপুরে তারা খেলেন একটি দুই দিনের ম্যাচ। 

দল-এ এবং দল-বিতে ভাগ হয়ে খেলা ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। প্রথম ইনিংসে আকবর আলির শতক, শাহাদাত হোসেন দিপুর ৯৪ ও শামিম হোসেনের ফিফটিতে দল-এ ইনিংস ঘোষণা করে সাত উইকেটে ৪০৬ রানে। 

জবাবে দ্বিতীয় দিনে ২৬৬ রানে গুটিয়ে যায় দল-বি। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন অধিনায়ক নাইম শেখ। ফিফটি তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরি। দল-এর হয়ে চারটি করে উইকেট শিকার করেন হাসান মুরাদ ও সুমন খান। 

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় দল-বি। পারভেজ হোসেন ইমনকে সঙ্গে করে ৭৭ রানের ওপেনিং জুটি গড়েন নাইম। ইমনের বিদায়ের পর মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। 

নাইম এবং অঙ্কন পরপর বিদায় নিলে বিপদে পড়ে দল। তৌহিদ হৃদয় ও মৃত্যুঞ্জয়ের ১০১ রানের জুটিতে বিপদ সামাল দেয় দল-বি। 

কিন্তু সুমন ও মুরাদের বোলিং তোপে ২৪৩/৩ থেকে মাত্র ২৬৬ রানেই গুটিয়ে যায় তারা। সুমন ও মুরাদের চার উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নেন রকিবুল হাসান ও শফিকুল ইসলাম। 

এইচপি দলের ক্যাম্প চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সাত নভেম্বর একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যাম্পের ক্রিকেটাররা।

এ বিভাগের আরো খবর