দেশের ফেরার পর মিরপুরে অনুশীলন শুরু করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই মাসে শুরু হতে যাওয়া পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে নামার আগে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেবেন তিনি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান। ক্রিকেট থেকে তার এক বছরের নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর শেষ হয়েছে।
দেশের ফেরার পর মিরপুরে অনুশীলন শুরু করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই মাসে শুরু হতে যাওয়া পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে নামার আগে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেবেন তিনি।
সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করেন সাকিব।
করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলে পরিবারকে সময় দিতে এক অক্টোবর যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব।
সূত্র: ইউএনবি।