বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এইচপির প্রস্তুতি ম্যাচে আকবরের সেঞ্চুরি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ নভেম্বর, ২০২০ ১৯:১২

‘দল এ’ এবং ‘দল বি’ নামে ভাগ হয়ে খেলছেন এইচপি ক্যাম্পের ২৬ জন খেলোয়াড়। প্রথমে ব্যাট করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির শতকে 'দল এ' ইনিংস ঘোষণা করে সাত উইকেটে ৪০৬ রানে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প শুরু হয় ২৭ অক্টোবর। এক সপ্তাহের মাথায় মাঠে নেমে গেলেন ক্যাম্পের ২৬ জন খেলোয়াড়। দুই দলে ভাগ হয়ে মিরপুরে তারা খেলছেন একটি দুই দিনের ম্যাচ। 

‘দল এ’ এবং ‘দল বি’ নামে ভাগ হয়ে খেলছেন তারা। ‘দল এ’ এর অধিনায়কের দায়িত্বে আছেন আফিফ হোসেন, ‘দল বি’ এর দায়িত্বে নাইম শেখ। 

প্রথম দিন টসে জিতে ব্যাট করে ‘দল এ’। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির শতকে তারা ইনিংস ঘোষণা করে সাত উইকেটে ৪০৬ রানে। 

তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ভালো শুরু পায় ‘দল এ’। তামিমকে ৩৫ রানে ফিরিয়ে ৫৫ রানের ওপেনিং জুটি ভাঙেন রেজাউর রাজা। 

 মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন দিপু। ৩০ রানে জয়কে ফিরিয়ে জুটি ভাঙেন পেসার শরিফুল ইসলাম। অধিনায়ক আফিফ ক্রিজে টেকেননি বেশিক্ষণ। ১২ রানে ফিরে যান রাজার বলে লেগ বিফোরে ফাঁদে পড়ে। 

এরপর আকবর আলির সঙ্গে ১৩৯ রানের বড় জুটি গড়েন দিপু। শতক থেকে মাত্র ছয় রান দূরে থেকে আউট হয়ে যান তিনি। সে ভুল করেননি আকবর। 

১৩৭ বলে ১৪ চার ও দুই ছয়ে নিজের শতক তুলে নেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। অন্যদিকে ৩৪ বলে ঝড়ো ফিফটি তুলে নেন আকবরের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ শামিম হোসেন। 

আকবর ১৩৬ ও শামিম ৬৭ রানে আউট হবার পর আর বেশিক্ষণ ব্যাট করেনি ‘দল এ’। দিনের খেলা ফুরিয়ে আসতেই ৪০৬ রানে ইনিংস ঘোষণা করে তারা। 

‘দল বি’ এর হয়ে দু’টি করে উইকেট নেন শরিফুল ও রাজা। একটি করে উইকেট পান নোমান চৌধুরি, শাহীন আলম ও রিশাদ হোসেন।

এ বিভাগের আরো খবর