ক্রিকেটারদের ফিটনেস যাচাই করতে এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যবহার করেছে বিপ টেস্ট। নভেম্বরের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড়দের ফিটনেস যাচাই করতে ব্যবহার করা হবে ইয়ো ইয়ো টেস্ট।
খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষায় ইয়ো ইয়ো টেস্ট ব্যবহৃত হয় বিশ্বজুড়ে বিভিন্ন খেলাধুলায়। ক্রিকেটেও এটি ব্যবহার করে আসছে অন্যান্য দল। বাংলাদেশে এবারই প্রথম।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের ইয়ো ইয়ো টেস্টের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পরীক্ষাটির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সোমবারে প্রস্তুতিমূলক ইয়ো ইয়ো টেস্টে অংশ নেন তামিম ইকবালসহ ছয় ক্রিকেটার। টেস্টে চমক দেখিয়েছেন পেসার আল আমিন হোসেন। ইয়ো ইয়ো টেস্টে ২০ এর উপর যেকোনো স্কোরকে ধরা হয় খুবই ভাল। স্ট্যান্ডার্ড ধরা হয় ১৭-১৮ পয়েন্টকে। ভারতে সেটি ১৬.৪, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে ১৯। সেই ইয়ো ইয়ো টেস্টে আল-আমিন স্কোর করেন ২২.১।
বিপ টেস্টের সঙ্গে ইয়ো ইয়ো টেস্টের পার্থক্য সামান্য। বিপ টেস্টে দৌড়াতে হয় টানা। ইয়ো ইয়ো টেস্টে প্রতি ৪০ মিটার দৌড়ানোর পর বিশ্রাম পান খেলোয়াড়রা।
নভেম্বরের মাঝামাঝি শুরু হবার কথা বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পাঁচ দলের এই টুর্নামেন্টে অংশ নিতে হলে ক্রিকেটারদের পাশ করে আসতে হবে ইয়ো ইয়ো টেস্ট।